চ্যাম্পিয়ন্স ট্রফি: সর্বোচ্চ রান রাচিনের, উইকেট হেনরির

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৭:৪৩
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান ও উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও ম্যাট হেনরি -ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ মার্চ ২০২৫ (বাসস) : নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান ও উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও ম্যাট হেনরি।

নবম আসরের ফাইনালে ভারতের কাছে ৪ উইকেটে হারে নিউজিল্যান্ড। কিন্তু এই আসরে নিউজিল্যান্ডের হয়ে ৪ ইনিংসে ২টি সেঞ্চুরিতে সর্বোচ্চ ২৬৩ রান করেছেন রাচিন। তার গড় ৬৫.৭৫ ও স্ট্রাইক রেট ১০৬.৪৭। গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে ১১২ ও সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৮ রানের ইনিংস খেলেন রাচিন।

ব্যাট হাতে সর্বোচ্চ রানের পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়েছেন রাচিন। তাই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই বাঁ-হাতি ক্রিকেটার।

টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ভারতের শ্রেয়াস আইয়ার। ৫ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ৪৮.৬০ গড়ে ২৪৩ রান করেন তিনি। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রান ভারতের জয়ে বড় অবদান রাখে।

তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ রান করেছেন দুই ইংলিশ ব্যাটার বেন ডাকেট ও জো রুট। ডাকেট ২২৭ ও রুট ২২৫ রান করেন।

রান বিবেচনায় শীর্ষ পাঁচ ব্যাটারের মধ্যে পঞ্চমস্থানে আছেন ভারতের বিরাট কোহলি। ৫ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২১৮ রান করেছেন তিনি।

বোলারদের তালিকায় সর্বোচ্চ ১০ উইকেট নেন পেসার হেনরি। ইনজুরির কারণে ফাইনালে খেলতে পারেননি তিনি। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৪২ রানে ৫ উইকেট শিকার, টুর্নামেন্টে তার সেরা বোলিং ফিগার।

টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ যৌথভাবে ৯টি করে উইকেট শিকার করেন ভারতের বরুণ চক্রবর্তী ও মোহাম্মদ সামি ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।

এরপর ৮ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
১০