স্বাধীনতা দিবস আরচ্যারী প্রতিযোগিতায় বিমান বাহিনী চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৮:০৩
স্বাধীনতা দিবস আরচ্যারী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী -ছবি : আইএসপিআর

ঢাকা, ১০ মার্চ ২০২৫ (বাসস) : স্বাধীনতা দিবস আরচ্যারী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস আরচ্যারী টুর্নামেন্ট আয়োজনের পর দিনই শুরু হয় স্বাধীনতা দিবস আরচ্যারী প্রতিযোগিতা। টঙ্গির আরচ্যারী ট্রেনিং সেন্টারে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিকেএসপি, সার্ভিসেস সংস্থা ও ক্লাবসহ মোট ৮ টি দলের ৭৫ জন আরচ্যার অংশ নেয়। এর মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী আরচ্যার ৪২ জন। আজ শেষ দিনে ছিল পদকের লড়াই।

প্রতিযোগিতায় বিকেএসপি রানার্সআপ বিকেএসপি আর পুলিশ আরচ্যারী ক্লাব তৃতীয় হয়েছে ।

ছয়টি ইভেন্টের মধ্যে বিমান বাহিনী তিনটি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট সাতটি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিকেএসপি দুটি স্বর্ণ, দুটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জসহ মোট আটটি পদক জিতেছে। পুলিশ আরচ্যারী ক্লাব জিতেছে একটি স্বর্ণ।

পুরুষ রিকার্ভ ইভেন্টে প্যারিস অলিম্পিকে অংশ নেয়া বিকেএসপির সাগর ইসলাম স্বর্ণ জিতেছেন। ফাইনালে তিনি হারিয়েছেন একই দলের আব্দুর রহমান আলিফকে। নারীদের এই ইভেন্টে পুলিশ আরচ্যারী ক্লাবের ইতি খাতুন জিতেছেন স্বর্ণ। টিম ব্লেজার বিডির তৈয়বা আক্তার রৌপ্য পদক পেয়েছেন।

পুরুষ কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে বিমান বাহিনীর হিমু বাছার বিজিবির নেওয়াজ আহমেদ রাকিবকে পরাজিত করেছেন। আর নারীদের খেলায় বিমান বাহিনীর বন্যা আক্তার হারিয়েছেন একই দলের পুষ্পিতা জামানকে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বিকেএসপির আরোভী আক্তার ও আব্দুর রহমান আলিফ জুটি স্বর্ণ জিতেছেন। আর কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বিমান বাহিনীর বন্যা আক্তার ও হিমু বাছার জুটি জিতেছেন স্বর্ণ।

সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এ সময় উপস্থিত ছিলেন আরচ্যারী ফেডারেশনের কোষাধ্যক্ষ আনিসুর রহমান, ফেডারেশনের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির আহবায়ক ফারুক ঢালী, কার্যনির্বাহী কমিটির সদস্য সোহেল আকরাম ও ফজলুর রহমান মুকুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০