ঢাকা, ২৭ মার্চ, ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি ককের ব্যাটিং নৈপুন্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম জয়ের দেখা পেল কলকাতা নাইট
রাইডার্স।
গতরাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলকাতা ৮ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ৭ উইকেটে হেরেছিল কলকাতা।
গৌহাটিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা রাজস্থানকে ২৩ বলে ৩৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার যশ্বসী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন। দুই বাউন্ডারিতে ১৩ রানে বিদায় নেন স্যামসন।
দ্বিতীয় উইকেটে ২৪ বলে ৩৪ রানের জুটি গড়ে পরপর দুই ওভারে বিদায় নেন জয়সওয়াল ও ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়ান পরাগ। ২টি করে চার-ছক্কায় জয়সওয়াল ২৪ বলে ২৯ এবং ৩টি ওভার বাউন্ডারিতে ১৫ বলে ২৫ রান করেন পরাগ।
দলীয় ৬৯ রানের মধ্যে জয়সওয়াল ও পরাগের বিদায়ের পর মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থ হলে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় রাজস্থানের। উইকেটরক্ষক ধ্রুব জুরেলের ৫টি চারে ৩৩ রানের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রানের লড়াকু সংগ্রহ পায় রাজস্থান।
কলকাতার হার্ষিত রানা-বৈভব আরোরা-বরুণ চক্রবর্তী ও মঈন আলি ২টি করে উইকেট নেন।
জবাবে ১২ বলে ৫ রান করে ওপেনার মঈন সাজঘরে ফিরলেও কলকাতার রানের চাকা সচল রাখেন ডি কক। ১টি করে চার-ছক্কায় ১৫ বলে ১৮ রান করে আউট হন অধিনায়ক আজিঙ্কা রাহানে।
দলীয় ৭০ রানে ফেরার পর ৪৪ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে কলকাতার জয় নিশ্চিত করেন ডি কক ও অঙ্গকৃশ রঘুবংশী। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৭ রানে অপরাজিত থাকেন ডি কক। ৬১ বল খেলে ৮টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি। রঘুবংশী অপরাজিত থাকেন ২২ রানে।