আইপিএল: ডি ককের ব্যাটিংয়ে প্রথম জয় কলকাতার

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৬:৩১ আপডেট: : ২৭ মার্চ ২০২৫, ১৬:৩২
কুইন্টন ডি ককের ব্যাটিং নৈপুন্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলকাতা ৮ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ মার্চ, ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি ককের ব্যাটিং নৈপুন্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম জয়ের দেখা পেল কলকাতা নাইট

রাইডার্স।

গতরাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলকাতা ৮ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ৭ উইকেটে হেরেছিল কলকাতা।

গৌহাটিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা রাজস্থানকে ২৩ বলে ৩৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার যশ্বসী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন। দুই বাউন্ডারিতে ১৩ রানে বিদায় নেন স্যামসন।

দ্বিতীয় উইকেটে ২৪ বলে ৩৪ রানের জুটি গড়ে পরপর দুই ওভারে বিদায় নেন জয়সওয়াল ও ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়ান পরাগ। ২টি করে চার-ছক্কায় জয়সওয়াল ২৪ বলে ২৯ এবং ৩টি ওভার বাউন্ডারিতে ১৫ বলে ২৫ রান করেন পরাগ।

দলীয় ৬৯ রানের মধ্যে জয়সওয়াল ও পরাগের বিদায়ের পর মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থ হলে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় রাজস্থানের। উইকেটরক্ষক ধ্রুব জুরেলের ৫টি চারে ৩৩ রানের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রানের লড়াকু সংগ্রহ পায় রাজস্থান।

কলকাতার হার্ষিত রানা-বৈভব আরোরা-বরুণ চক্রবর্তী ও মঈন আলি ২টি করে উইকেট নেন।

জবাবে ১২ বলে ৫ রান করে ওপেনার মঈন সাজঘরে ফিরলেও কলকাতার রানের চাকা সচল রাখেন ডি কক। ১টি করে চার-ছক্কায় ১৫ বলে ১৮ রান করে আউট হন অধিনায়ক আজিঙ্কা রাহানে।

দলীয় ৭০ রানে ফেরার পর ৪৪ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে কলকাতার জয় নিশ্চিত করেন ডি কক ও অঙ্গকৃশ রঘুবংশী। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৭ রানে অপরাজিত থাকেন ডি কক। ৬১ বল খেলে ৮টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি। রঘুবংশী অপরাজিত থাকেন ২২ রানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার প্রত্যাশায় জীবন দেন শহীদ মিলন
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৬ সালের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি চুড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ
ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি
২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী ইপিজেডে প্লট বরাদ্দ শুরু করবে বেপজা
জীবাশ্ম নির্ভর জ্বালানি মহাপরিকল্পনা সংশোধনের দাবি তরুণ জলবায়ু কর্মীদের
১০