রুবেলের সেঞ্চুরিতে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখলো পারটেক্স

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ২০:২৯

ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫ (বাসস) : ব্যাটার রুবেল মিয়ার সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টিকে থাকার আশা বাঁচিয়ে রেখেছে  পারটেক্স স্পোর্টিং ক্লাব। 
আজ রেলিগেশন লিগে নিজেদের প্রথম ম্যাচে পারটেক্স ১৯ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। 

এই জয়ে ১২ ম্যাচ শেষে ৮ পয়েন্ট আছে পারটেক্সের। এর মধ্যে লিগের প্রথম পর্বে ১১ ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছিল তারা। ১১ ম্যাচ খেলে ব্রাদার্স ইউনিয়ন ৫ এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব ২ পয়েন্ট পেয়েছিল। তাই ব্রাদার্স ও শাইনপুকুরের চেয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকার পথে বেশ এগিয়েই আছে পারটেক্স।  আজকের  ম্যাচে হেরে অবনমন নিশ্চিত হয়েছে শাইনপুকুরের। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে রুবেলের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রান করে পারটেক্স। তিন নম্বরে নেমে ৮টি চার ও ২টি ছক্কায় ১২০ বলে ১০০ রানের ইনিংস খেলেন রুবেল। এছাড়াও মোহাম্মদ রাকিব ৪৭ ও আহরার আমিন ৩৭ রান করেন। শাইনপুকুরের শাহিন আলম ৩টি, রহিম আহমেদ ও শরিফুল ইসলাম ২টি করে উইকেট নেন। 

জবাবে ৪৮ দশমিক ৫ ওভারে ২৪৫ রানে অলআউট হয় শাইনপুকুর। অধিনায়ক রায়ান রহমান ৫৯ ও শাহরিয়ার সাকিব ৪৯ রান করেন। বল হাতে আলাউদ্দিন বাবু ও ইয়াসিন মুনতাসির ৩টি করে উইকেট নিয়ে পারটেক্সের জয়ে অবদান রাখেন। 

ম্যাচ সেরা হন পারটেক্সের রুবেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় : নজরুল ইসলাম খান
বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার টন সার ক্রয় করবে 
বার কাউন্সিলের এম.সি.কিউ. পরীক্ষার মাসব্যাপী ফরম পূরণ
নর্দান টেরিটরিকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ‘এ’
রাঙ্গামাটিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা 
সরকারি অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে ৩ জেলায় দুদকের অভিযান
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু 
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশজুড়ে ভ্রাম্যমাণ অভিযান : ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও হুঁশিয়ারি
১০