রুবেলের সেঞ্চুরিতে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখলো পারটেক্স

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ২০:২৯

ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫ (বাসস) : ব্যাটার রুবেল মিয়ার সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টিকে থাকার আশা বাঁচিয়ে রেখেছে  পারটেক্স স্পোর্টিং ক্লাব। 
আজ রেলিগেশন লিগে নিজেদের প্রথম ম্যাচে পারটেক্স ১৯ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। 

এই জয়ে ১২ ম্যাচ শেষে ৮ পয়েন্ট আছে পারটেক্সের। এর মধ্যে লিগের প্রথম পর্বে ১১ ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছিল তারা। ১১ ম্যাচ খেলে ব্রাদার্স ইউনিয়ন ৫ এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব ২ পয়েন্ট পেয়েছিল। তাই ব্রাদার্স ও শাইনপুকুরের চেয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকার পথে বেশ এগিয়েই আছে পারটেক্স।  আজকের  ম্যাচে হেরে অবনমন নিশ্চিত হয়েছে শাইনপুকুরের। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে রুবেলের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রান করে পারটেক্স। তিন নম্বরে নেমে ৮টি চার ও ২টি ছক্কায় ১২০ বলে ১০০ রানের ইনিংস খেলেন রুবেল। এছাড়াও মোহাম্মদ রাকিব ৪৭ ও আহরার আমিন ৩৭ রান করেন। শাইনপুকুরের শাহিন আলম ৩টি, রহিম আহমেদ ও শরিফুল ইসলাম ২টি করে উইকেট নেন। 

জবাবে ৪৮ দশমিক ৫ ওভারে ২৪৫ রানে অলআউট হয় শাইনপুকুর। অধিনায়ক রায়ান রহমান ৫৯ ও শাহরিয়ার সাকিব ৪৯ রান করেন। বল হাতে আলাউদ্দিন বাবু ও ইয়াসিন মুনতাসির ৩টি করে উইকেট নিয়ে পারটেক্সের জয়ে অবদান রাখেন। 

ম্যাচ সেরা হন পারটেক্সের রুবেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইলি হামলায় গাজায় নিহত ৬৪
নদীর চিহ্ন নেই! খরস্রোতা ধরলা-বারোমাসিয়ার বুকে সবুজ ফসলের সমারোহ
দামেস্কে মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যানের সঙ্গে সিরীয় নেতার সাক্ষাৎ
আগামী সপ্তাহে চীন সফরে যাবেন ইরানের শীর্ষ কূটনীতিক
সফলভাবে ৬টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে চীন
আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
তিউনিসিয়ার বিরোধীদলীয় নেতাদের কারাদণ্ড
ফিলিপাইনে গুড ফ্রাইডেতে রক্তাক্ত নাট্যাঞ্জলি : ৩৬তম ও শেষবার ক্রুশবিদ্ধ হলেন রুবেন এনাজে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার থেকে শুরু হয়েছে
নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের অপতৎপরতা রোধে সতর্ক পুলিশ : ডিএমপি
১০