আইপিএল: ফিলিপসের জায়গায় শানাকা

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ২১:০৩
ইনজুরিতে আক্রান্ত নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসের জায়গায় আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলার সুযোগ পেলেন শ্রীলংকার সাবেক অধিনায়ক দাসুন শানাকা -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫ (বাসস) : ইনজুরিতে আক্রান্ত নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসের জায়গায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সের হয়ে খেলার সুযোগ পেলেন শ্রীলংকার সাবেক অধিনায়ক দাসুন শানাকা। 

দশদিন আগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকির ইনজুরিতে পড়েন ফিলিপস। যে কারণে আইপিএলে একটি ম্যাচও না খেলে দেশে ফিরতে হয়েছে ফর্মের তুঙ্গে থাকা ফিলিপসকে। 

ফিলিপসের বদলি হিসেবে শানাকাকে ৭৫ লাখ রুপিতে দলে টেনেছে গুজরাট।

মাত্র এক মৌসুম ২০২৩ সালে আইপিএলে খেলেছেন শানাকা।  আসরে রানার্স-আপ হওয়া গুজরাটের হয়ে ৩ ম্যাচে ২৬ রান করেছিলেন তিনি।  

ফিলিপসের আগে ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন গুজরাটের দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। পুনরায় দলের সাথে রাবাদার যোগ দেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়।

শানাকার সাথে বর্তমানে গুজরাটের বিদেশি খেলোয়াড় তালিকায় আছে ইংল্যান্ডের জশ বাটলার, ওয়েস্ট ইন্ডিজের শেরফানে রাদারফোর্ড, আফগানিস্তানের রশিদ খান ও করিম জানাত এবং দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কুৎসিয়া। 

এখন পর্যন্ত ছয় ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ২০২২ আসরের চ্যাম্পিয়ন গুজরাট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের উদ্যোগে চট্টগ্রামের বির্জাখাল খনন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
ডিএনসিসি’র প্রতিটি ওয়ার্ডে ফুটবল টুর্নামেন্ট আগামী মাসে শুরু : মোহাম্মদ এজাজ
ভিয়েতনাম থেকে ১২,৫০০ টন চালের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
ল্যাব লিক’ই কোভিডের আসল উৎস : হোয়াইট হাউস
শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সরকারের মূল উদ্দেশ্য : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর : পার্বত্য উপদেষ্টা 
দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তার সঙ্গে বৈঠকে ভ্যাটিকানে পৌঁছেছেন ভ্যান্স
বিচার ও সংস্কার দৃশ্যমান করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে যেতে হবে : এনসিপি
রোমে ইরান-যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফা পরমাণু আলোচনার শুরু: ইরানের রাষ্ট্রীয় টিভি
অভ্যন্তরীণ অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ
১০