ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫ (বাসস) : ইনজুরিতে আক্রান্ত নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসের জায়গায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সের হয়ে খেলার সুযোগ পেলেন শ্রীলংকার সাবেক অধিনায়ক দাসুন শানাকা।
দশদিন আগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকির ইনজুরিতে পড়েন ফিলিপস। যে কারণে আইপিএলে একটি ম্যাচও না খেলে দেশে ফিরতে হয়েছে ফর্মের তুঙ্গে থাকা ফিলিপসকে।
ফিলিপসের বদলি হিসেবে শানাকাকে ৭৫ লাখ রুপিতে দলে টেনেছে গুজরাট।
মাত্র এক মৌসুম ২০২৩ সালে আইপিএলে খেলেছেন শানাকা। আসরে রানার্স-আপ হওয়া গুজরাটের হয়ে ৩ ম্যাচে ২৬ রান করেছিলেন তিনি।
ফিলিপসের আগে ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন গুজরাটের দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। পুনরায় দলের সাথে রাবাদার যোগ দেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়।
শানাকার সাথে বর্তমানে গুজরাটের বিদেশি খেলোয়াড় তালিকায় আছে ইংল্যান্ডের জশ বাটলার, ওয়েস্ট ইন্ডিজের শেরফানে রাদারফোর্ড, আফগানিস্তানের রশিদ খান ও করিম জানাত এবং দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কুৎসিয়া।
এখন পর্যন্ত ছয় ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ২০২২ আসরের চ্যাম্পিয়ন গুজরাট।