আইপিএল: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় স্থানে পাঞ্জাব

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৭:৪০
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাঞ্জাব ৫ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল পাঞ্জাব কিংস। 

গতরাতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাঞ্জাব ৫ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে পাঞ্জাব। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে নেমে গেল ব্যাঙ্গালুরু। 

বৃষ্টির কারণে সোয়া দুই ঘন্টা পর শুরু হয় ব্যাঙ্গালুরু ও পাঞ্জাবের ম্যাচ। ১৪ ওভারে নির্ধারিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪২ রানে ৭ উইকেট হারায় ব্যাঙ্গালুরু। এরমধ্যে অধিনায়ক রজত পাতিদার ছাড়া বাকী ছয় ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি। তিন নম্বরে নামা পাতিদার ১৮ বলে ২৩ রান করেন। 

উপরের সারির ব্যাটারদের ব্যর্থতায় দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে ব্যাঙ্গালুরু। কিন্তু সেটি হতে দেননি সাত নম্বরে নামা টিম ডেভিড। তার মারমুখী ব্যাটিংয়ে ১৪ ওভারে ৯ উইকেটে ৯৫ রানের পুঁজি পায় ব্যাঙ্গালুরু। 

ইনিংসের শেষ ডেলিভারিতে ২ রান নিয়ে ২৬ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডেভিড। শেষ পর্যন্ত ৫টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫০ রান করেন ডেভিড। 
পাঞ্জাবের চার বোলার ২টি করে উইকেট নেন। 

১৪ ওভারে ৯৬ রানের টার্গেটে ৫৩ রানে ৪ উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি পাঞ্জাবের। পাঁচ নম্বরে নেহাল ওয়াধেরার ১৯ বলে ৩৩ রানের কল্যাণে ১১ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঞ্জাব। ওয়াধেরার ইনিংসে ৩টি করে চার-ছক্কা ছিল। এছাড়াও প্রিয়ানশ আরিয়া ১৬ ও জশ ইনিংশ ১৪ রান করেন। 

১৪ রানে ৩ উইকেট নিয়ে ব্যাঙ্গালুরুর হার রুখতে পারেননি পেসার জশ হ্যাজেলউড। 

দল হারলেও ম্যাচ সেরা হন ব্যাঙ্গালুরুর ডেভিড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার টন সার ক্রয় করবে 
বার কাউন্সিলের এম.সি.কিউ. পরীক্ষার মাসব্যাপী ফরম পূরণ
নর্দান টেরিটরিকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ‘এ’
রাঙ্গামাটিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা 
সরকারি অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে ৩ জেলায় দুদকের অভিযান
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু 
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশজুড়ে ভ্রাম্যমাণ অভিযান : ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও হুঁশিয়ারি
সিনারের অসুস্থতায় সিনসিনাতি ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ
পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌর বিদ্যুৎ স্থাপনে ইউজিসি ও ডিআইইউ’র চুক্তি স্বাক্ষর
১০