রানা কতটা মারাত্মক, ম্যাচেই টের পাবে জিম্বাবুয়ে : শান্ত

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৯:৪৮

ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫ (বাসস) : পেসার নাহিদ রানা কতটা ভয়ংকর বোলার, সেটি কাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দল টের পাবে বলে জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

রানার গতি নিয়ে জিম্বাবুয়ের অধিনায়ক সিন উইলিয়ামসনের খোঁচার জবাবে একথা বলেন শান্ত। 

রানার বিপক্ষে কোন ফরম্যাটে কখনও মুখোমুখি হননি উইলিয়ামস। সংবাদ সম্মেলনে ডানহাতি পেসার রানার গতি নিয়ে প্রশ্ন করা হলে উইলিয়ামস বলেন, ‘আজকাল অনেক বোলার দ্রুত গতিতে বল করে। এটা এমন নয় বিশ্বের একমাত্র দ্রুত গতির বোলার রানা। আমাদের কাছে এমন বোলিং মেশিন আছে যা বেশিরভাগ বোলারের চেয়ে দ্রুত গতিতে বল করতে পারে।’

রানাকে নিয়ে উইলিয়ামসের মন্তব্যের বিষয়ে জিজ্ঞাসা করা হলে আজ সিলেটে সাংবাদিকদের শান্ত বলেন, ‘আগামীকাল মাঠে রানার মুখোমুখি হলে জিম্বাবুয়ে স্পষ্ট ধারণা পাবে। যখন সে বোলিং করবে এবং জিম্বাবুয়ের ব্যাটাররা তার মুখোমুখি হবে তখন প্রতিপক্ষের শারীরিক ভাষাই বলে দিবে রানা কেমন, কত দ্রুত গতির এবং কতটা অসাধারণ বোলার।’ 

দ্রুত গতিতে বল করার জন্য রানাকে উৎসাহিত করা হয়েছে বলে জানান শান্ত। তিনি বলেন, ‘আমি একাডেমির দিন থেকেই তাকে চিনি। তার কাছে সবসময় সহজ বার্তা ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করা। যদি সে আগামীকাল খেলে, আমি আশা করব দ্রুত গতিতে বল করবে সে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার টন সার ক্রয় করবে 
বার কাউন্সিলের এম.সি.কিউ. পরীক্ষার মাসব্যাপী ফরম পূরণ
নর্দান টেরিটরিকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ‘এ’
রাঙ্গামাটিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা 
সরকারি অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে ৩ জেলায় দুদকের অভিযান
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু 
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশজুড়ে ভ্রাম্যমাণ অভিযান : ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও হুঁশিয়ারি
সিনারের অসুস্থতায় সিনসিনাতি ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ
পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌর বিদ্যুৎ স্থাপনে ইউজিসি ও ডিআইইউ’র চুক্তি স্বাক্ষর
১০