বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৯:৫৭ আপডেট: : ১৯ এপ্রিল ২০২৫, ২০:০৬
বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ক্রেইগ আরভিন -ছবি : বাসস

সিলেট, ১৯ এপ্রিল ২০২৫ (বাসস) : বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ আগামীকাল রোববার মাঠে গড়াচ্ছে। খেলা শুরুর একদিন আগে আজ শনিবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ক্রেইগ আরভিন।

আগামীকাল সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম । 

সিরিজের প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল আগেভাগেই সিলেটে পৌঁছে প্রস্তুতি সেড়ে নিয়েছে। মাঠের পরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধার কমতি নেই। প্রস্তুতি শেষে প্রেস ব্রিফিংয়ে নিজেদের সেরাটা দিয়ে প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে আশার কথা জানালেন দুই দলের অধিনায়ক।

এবারের সিরিজটি সম্প্রচার করছে রাষ্ট্রায়ত্ত চ্যানেল বাংলাদেশ টেলিভিশন। মাঠে গিয়ে খেলা দেখতে কিনতে হবে ৫০ টাকা মূল্যে ইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট) ও গ্রিন হিল এরিয়ার টিকেট। জুলাই অভ্যুত্থানে সিলেটে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের নামে স্থাপিত শহীদ তুরাব স্ট্যান্ডের (পূর্বের ওয়েস্টার্ন গ্যালারি) টিকিটও ৫০ টাকায় কেনা যাবে।

সর্বোচ্চ ৫০০ টাকা টিকিটের দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের। এছাড়াও ক্লাব হাউস ২৫০, ইস্টার্ন গ্যালারির টিকিট (২ নম্বর গেট) পাওয়া যাবে ১৫০ টাকায়।
২৮ এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।

২০০১, ২০০৫, ২০১৪, ২০১৮ এবং ২০২০ সালের পর ষষ্ঠবারের মতো বাংলাদেশ সফর করছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশের মাটিতে ১০ টেস্ট খেলে মাত্র দুটিতে জিতেছে সফরকারীরা।

টেস্ট ফরম্যাটে মোট ১৮ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। যার মধ্যে বাংলাদেশ আটটিতে জিতেছে এবং সাতটিতে হেরেছে। বাকি তিনটি টেস্ট ড্র হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় : নজরুল ইসলাম খান
বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার টন সার ক্রয় করবে 
বার কাউন্সিলের এম.সি.কিউ. পরীক্ষার মাসব্যাপী ফরম পূরণ
নর্দান টেরিটরিকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ‘এ’
রাঙ্গামাটিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা 
সরকারি অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে ৩ জেলায় দুদকের অভিযান
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু 
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশজুড়ে ভ্রাম্যমাণ অভিযান : ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও হুঁশিয়ারি
১০