ওয়েস্ট ইন্ডিজের জয়ের পরও বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ২০:৩২
ছবি সংগৃহীত

ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫ (বাসস) : ভারতের মাটিতে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আজ বাছাই পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রান রেট বিবেচনায় বাংলাদেশকে টপকে যেতে পারেনি ক্যারিবীয়রা। 

থাইল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৬৭ রান ১০ ওভারের মধ্যে স্পর্শ করতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। আর যদি ১০ ওভারের মধ্যে ম্যাচ জিততে না পরে তাহলে রান রেটে বাংলাদেশকে পেছনে ফেলতে ম্যাচ জয়ের আগে ১১ ওভারের মধ্যে অন্তত ১৭২ রান করতে হতো ক্যারিবীয়দের। 

রান তাড়া করতে নেমে ১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৫৬ রান। জয়ের বন্দরে পৌঁছানোর আগে ১১তম ওভারে ক্যারিবীয়দের তুলতে হতো আরও ১৬ রান, অর্থাৎ অন্তত ১৭২ রান। কিন্তু ১১তম ওভারের প্রথম ৫ বলে ১২ রান তুলে জয় নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশের রান রেট টপকে যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। 

৫ ম্যাচে ৬ পয়েন্ট ও ০.৬৩৯ রান রেট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে বাছাই পর্ব থেকে দ্বিতীয় ও শেষ দল হিসেবে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। ৫ ম্যাচে ৬ পয়েন্ট ও ০.৬২৬ নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকায় বিশ্বকাপে খেলার স্বপ্ন ভঙ্গ হয় ওয়েস্ট ইন্ডিজের। ৫ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে নাম লেখায় পাকিস্তান।

লাহোরে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৬.১ ওভারে ১৬৬ রানে অলআউট হয় থাইল্যান্ড। দলের হয়ে নাথাকান চানথাম সর্বোচ্চ ৬৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আফি ফ্লেচার ৪টি উইকেট নেন। 

জবাবে ১০.৫ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান করে জয়ী হয় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক হিলি ম্যাথুজ ২৯ বলে ৭০ রান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার টন সার ক্রয় করবে 
বার কাউন্সিলের এম.সি.কিউ. পরীক্ষার মাসব্যাপী ফরম পূরণ
নর্দান টেরিটরিকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ‘এ’
রাঙ্গামাটিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা 
সরকারি অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে ৩ জেলায় দুদকের অভিযান
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু 
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশজুড়ে ভ্রাম্যমাণ অভিযান : ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও হুঁশিয়ারি
সিনারের অসুস্থতায় সিনসিনাতি ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ
পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌর বিদ্যুৎ স্থাপনে ইউজিসি ও ডিআইইউ’র চুক্তি স্বাক্ষর
১০