নেপাল-বাংলাদেশ নারী কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৮:১৮
ছবি সংগৃহীত

ঢাকা, ২০ এপ্রিল ২০২৫ (বাসস) : নেপাল ও বাংলাদেশ নারী দলের পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচিত হয়েছে। দুই দলই প্রথমবার টেস্ট সিরিজে অংশ নিচ্ছে। যে কারনে নেপাল ও বাংলাদেশের জন্য এটা ঐতিহাসিক একটি মুহূর্ত। 

গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে কাঠমান্ডু পৌঁছায় বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। এরপর রাতে টিম হোটেলে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও নেপাল দলের অধিনায়ক ট্রফি উন্মোচন করেন। এসময় নেপাল কাবাডি এসোসিয়েশন ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুই দলের কর্মকর্তারা। দুই দেশের কাবাডির জন্য এটা ঐতিহাসিক এক মুহূর্ত বলে জানান বক্তারা। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘ প্রত্যেকেই এখানে আজ ইতিহাসের অংশ হয়ে গেলেন। এটাকে বলা হচ্ছে কাবাডি টেস্ট সিরিজ। বিশ্বে আমরাই এটা শুরু করলাম। এখানেই এর শেষ না। আমরা মাত্র শুরু করলাম। নেপাল কাবাডি এসোসিয়েশনের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। তাই এরকম কার্যক্রম চলমান থাকবে। '

পাঁচ ম্যাচের এই সিরিজকে আসন্ন নারী কাবাডি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে দুই দল। আগামী ১ থেকে ৮ জুন ভারতের বিহার রাজ্যের রাজগির শহরে নারী বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হবে। স্বাগতিক ভারত ছাড়াও বাংলাদেশ, ইরান, জাপান, পোল্যান্ড, কেনিয়া, আর্জেন্টিনা, থাইল্যান্ড, নেপাল, উগান্ডা, জার্মানি, চাইনিজ   তাইপে, নেদারল্যান্ডস ও জাঞ্জিবার বিশ্বকাপে অংশ নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার টন সার ক্রয় করবে 
বার কাউন্সিলের এম.সি.কিউ. পরীক্ষার মাসব্যাপী ফরম পূরণ
নর্দান টেরিটরিকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ‘এ’
রাঙ্গামাটিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা 
সরকারি অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে ৩ জেলায় দুদকের অভিযান
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু 
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশজুড়ে ভ্রাম্যমাণ অভিযান : ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও হুঁশিয়ারি
সিনারের অসুস্থতায় সিনসিনাতি ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ
পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌর বিদ্যুৎ স্থাপনে ইউজিসি ও ডিআইইউ’র চুক্তি স্বাক্ষর
১০