ঢাকা, ২০ এপ্রিল ২০২৫ (বাসস) : ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাটিং ও বোলারদের দারুণ নৈপুন্যে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার সিক্সে গুলশান ক্রিকেট ক্লাবকে ৫০ রানে হারিয়েছে আবাহানী লিমিটেড। এই জয়ে ১৩ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপা জয়ের পথে ভালভাবেই টিকে আছে আবাহনী। সমানসংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে গুলশান।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি আবাহনী। ১৪ রানে প্রথম উইকেট পতনের পর সতীর্থদের সাথে ৭৪ ও ৫৫ রানের জুটি গড়েন ইমন।
মারমুখী ব্যাটিংয়ে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে শতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন ইমন। কিন্তু ৮টি চার ও ৪টি ছক্কায় ৭০ বলে ৮৩ রানে আউট হন তিনি।
দলীয় ১৪৩ রানে ইমনের ফেরার পর আবাহনী রানের চাকা সচল রাখেন পরের দিকের ব্যাটাররা। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি কেউই। তারপরও ১ বল বাকী থাকতে ২৭৮ রানের পুঁজি নিয়ে গুটিয়ে যায় আবাহনী।
মোহাম্মদ মিথুন ৪৫, মৃত্যুঞ্জয় চৌধুরি ২৬, মাহফুজুর রহমান রাব্বি ২২ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন ২০ রান করেন।
গুলশানের রায়হান আলি ও ফরহাদ রেজা ৩টি করে উইকেট নেন।
২৭৯ রান তাড়া করতে নেমে ২৫ রানে ৪ উইকেট হারায় গুলশান। শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেন পরের ব্যাটাররা। কিন্তু বড় জুটি না হওয়ায় ১১৯ রানে সপ্তম উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে গুলশান।
আট নম্বরে নামা নিহাদুজ্জামানের লড়াকু ইনিংসে বড় হারের মুখ থেকে রক্ষা পায় গুলশান। ৫০ ওভারে ২২৮ রানে অলআউট হয় তারা। ৬টি চার ও ৫টি ছক্কায় ৭৩ বলে অপরাজিত ৮২ রান করেন নিহাদুজ্জামান।
এসএম মেহরব-রাকিবুল হাসান-মাহফুজুর ও মোসাদ্দেক ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ইমন।
রনির সেঞ্চুরিতে শিরোপা লড়াইয়ে টিকে থাকল মোহামেডান
অপর খেলায়, ওপেনার রনি তালুকদারের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মোহামেডান ৭ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। এই জয়ে ১৩ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে মোহামেডান। সমানসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্স টেবিলের ষষ্ঠ ও শেষ দল অগ্রণী ব্যাংক।
সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮২ রানের সূচনা করে অগ্রণী ব্যাংক। দুই ওপেনার ইমরানুজ্জামান ৩৮ ও অমিত হাসান ৪০ রান করেন।
দুই ওপেনারের মত ভালো শুরু করেও বেশি দূর যেতে পারেননি অধিনায়ক ইমরুল কায়েস ও মার্শাল আইয়ুব। ইমরুল ২৯ বলে ৪১ ও মার্শাল ৩৫ রানে আউট হন।
এরপর পরের দিকে আর কোন ব্যাটার বড় ইনিংস খেলতে না পারলেও নির্ধারিত ৪২ ওভারে ৯ উইকেটে ২৪০ রানের বড় সংগ্রহ পায় অগ্রণী ব্যাংক। মোহামেডানের মোহাম্মদ সাইফুদ্দিন ৪টি ও এবাদত হোসেন ৩টি উইকেট নেন।
২৪১ রানের টার্গেটে ১৯৯ রানের শুরু পায় মোহামেডান। মারমুখী মেজাজে লিস্ট ‘এ’ ক্রিকেটে পঞ্চম সেঞ্চুরি তুলে আহত অবসর নেন রনি। ১০টি চার ও ৫টি ছক্কায় ১০০ বলে ১২২ রানে অপরাজিত থেকে সাজঘরে ফিরেন তিনি।
আরেক ওপেনার আনিসুল ইসলাম ইমন ৭৫, মাহমুদুল্লাহ রিয়াদ ৭ ও তৌফিক খান ২৭ রানে আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি মোহামেডানের। ৩৫ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন সাইফুদ্দিন ও অধিনায়ক তাওহিদ হৃদয়। সাইফুদ্দিন ৫ ও হৃদয় ২ রানে অপরাজিত থাকেন।
অগ্রণী ব্যাংকের আরিফ আহমেদ নিয়েছেন ৩ উইকেট। ম্যাচ সেরা হয়েছেন রনি।
বিজয়ের রেকর্ড ৫০তম সেঞ্চুরিতে সহজ জয় গাজী গ্রুপের
এদিকে, এনামুল হক বিজয়ের রেকর্ড সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার সিক্সে সহজ জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এই রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ ৭ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে।
এ ম্যাচে ১০৫ বলে ১১০ রানের অনবদ্য ইনিংস খেলেন বিজয়। এই সেঞ্চুরিতে তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে ৫০ শতকের মালিক হয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪টি, লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৩টি, স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩টি সেঞ্চুরি আছে বিজয়ের।
সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে ৪৩ ওভারে নির্ধারিত হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচটি। টস জিতে প্রথমে ব্যাট করে ৩৯.২ ওভারে ২২৩ রানে
অলআউট হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। তানজিদ হাসান ৬৮, সাইফ হাসান ৫২ ও আফিফ হোসেন ৩২ রান করেন।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের শেখ পারভেজ জীবন ৩৬ রানে ৫ উইকেট নেন।
জবাবে বিজয়ের দুর্দান্ত শতকে ১২ বল বাকী রেখেই জয়ের স্বাদ পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ১০টি চার ও ১টি ছক্কায় ১০৫ বলে অনবদ্য ১১০ রান করেন ম্যাচ সেরা বিজয়।
এই জয়ে ১৩ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ।