আইপিএল: রোহিত-সূর্যের ব্যাটিংয়ে হ্যাটট্রিক জয় মুম্বাইয়ের

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৬:০৭
রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ে মুম্বাই ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে -ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ এপ্রিল ২০২৫ (বাসস) : রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

গতরাতে নিজেদের অষ্টম ম্যাচে মুম্বাই ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে।

মুম্বাইয়ের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ৬৩ রানে ৩ উইকেট হারায় চেন্নাই। চতুর্থ উইকেটে ৫০ বলে ৭৯ রানের জুটি গড়ে চেন্নাইকে লড়াকু পুঁজি এনে দেন রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে। দু’জনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ পায় চেন্নাই।

৪টি চার ও ২টি ছক্কায় ৩৫ বলে অপরাজিত ৫৩ রান করেন জাদেজা। ২টি চার ও ৪টি ছক্কায় ৩২ বলে ৫০ রান করেন দুবে। জসপ্রিত বুমরাহ ২ উইকেট নেন।

জবাবে ৬৩ রানের সূচনা করেন মুম্বাইয়ের দুই ওপেনার রায়ান রিকেলটন ও রোহিত শর্মা। রিকেলটন ব্যক্তিগত ২৪ রানে বিদায় নিলে দ্বিতীয় উইকেটে ব্যাট হাতে ঝড় তুলেন রোহিত ও সূর্য। ৫৪ বলে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৬ বল বাকী রেখে মুম্বাইয়ের জয় নিশ্চিত করেন রোহিত ও সূর্য।

৪টি চার ও ৬টি ছক্কায় ৪৫ বলে অনবদ্য ৭৬ রান করে ম্যাচ সেরা হন রোহিত। ৬টি চার ও ৫টি ছক্কায় ৩০ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্য।

এই জয়ে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠল মুম্বাই। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্টসহ টেবিলের তলানিতে থাকলো চেন্নাই।

দিনের আরেক ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৭ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংসকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রম অধিকার শক্তিশালী করে দেশকে মর্যাদাকর হিসেবে উপস্থাপন করা সম্ভব : শ্রম সংস্কার কমিশন
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন: আইজিপি
মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি মনু কারাগারে
গণ-অভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সকল শ্রমিকের আইনি সুরক্ষা ও স্বীকৃতির সুপারিশ
স্বাধীনতা কাপ ভলিবলের সেমিফাইনালে বিমান-আনসার, বিকেএসপি-বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে স্পেনে ৩ দিনের শোক 
ঢাকায় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন ডিসেম্বরে: ইউজিসি
পারভেজ হত্যার বিচারের দাবিতে শেকৃবি ছাত্রদলের মানব বন্ধন
১০