ঢাকা, ২১ এপ্রিল ২০২৫ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়েছে সফরকারী জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৯১ রান করেছিল। ফলে প্রথম ইনিংস থেকে ৮২ রানের লিড পেয়েছে জিম্বাবুয়ে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের প্রথম দিন শেষে বিনা উইকেটে ৬৭ রান করেছিল জিম্বাবুয়ে। দুই ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে দ্বিতীয় দিন ২৭৩ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে।
দলের হয়ে সিন উইলিয়ামস ৫৯, ব্রায়ান বেনেট ৫৭ ও নিয়াশা মায়াভো ৩১ রান করেন।
বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ৫২ রানে ৫ উইকেট নেন। নাহিদ রানা নেন ৩ উইকেট।