ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন শ্রেয়াস, ইশান

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ২০:২৩
ভারতের কেন্দ্রীয় চুক্তির তালিকায় ফিরেছেন দুই ব্যাটার শ্রেয়াস আয়ার ও ইশান কিষান -ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ এপ্রিল ২০২৫ (বাসস) : এক বছর অনুপস্থিতির পর আবারো ভারতের কেন্দ্রীয় চুক্তির তালিকায় ফিরেছেন দুই ব্যাটার শ্রেয়াস আয়ার ও ইশান কিষান। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষনা করেছে। একইসাথে উইকেটরক্ষক-ব্যাটার রিশাভ পান্ত গ্রেড-এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন।

শীর্ষ সারির এ+ ক্যাটাগরিতে চারজন খেলোয়াড় রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও রবিন্দ্র জাদেজা তাদের জায়গা ধরে রেখেছেন।

গ্রেড-বি’তে আয়ারের সাথে আরো আছে কুলদ্বীপ যাদব, আক্সার প্যাটেল, যশ্বভি জয়সওয়াল ও ভারতীয় টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।

বাঁ-হাতি উইকেটরক্ষক-ব্যাটার কিষান রয়েছেন গ্রেড-সি ক্যাটাগরিতে।

ঘরোয়া টুর্নামেন্টে না খেলায় আগের রাউন্ডের বার্ষিক চুক্তিতে আয়ার ও কিষান বিবেচিত হননি।

প্রতিটি ক্যাটাগিরতে কে কত বেতন পাচ্ছেন সে বিষয়ে বিসিসিআই স্পষ্ট করে কিছু জানায়নি। তবে এ+ ক্যাটাগরিতে ২০২৩ সালে যারা ছিলেন তাদের বার্ষিক বেতন ছিল ৮ লাখ ৪৪ হাজার মার্কিন ডলার এবং এ-গ্রেডে থাকা খেলোয়াড়রা পেতেন ৬ লাখ ৩ হাজার ডলার।

সরফরাজ খান, অভিষেক শর্মা ও হারশিত রানাসহ সাতজন খেলোয়াড় প্রথমবারের মত কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্র্ভূক্ত হয়েছে।

এ বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া রবিচন্দ্রন অশ্বীন এবারের তালিকা থেকে বাদ পড়েছেন।

২০২৪-২৫ মৌসুমের ভারতীয় কেন্দ্রীয় চুক্তিভূক্ত খেলোয়াড় :

এ+ ক্যাটাগরি : রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, রবিন্দ্র জাদেজা

এ ক্যাটাগরি : মোহাম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সামি, রিশাভ পান্ত

বি ক্যাটাগরি : সূর্যকুমার যাদব, কুলদ্বীপ যাদব, আক্সার প্যাটেল, যশ্বভি জয়সওয়াল, শ্রেয়াস আয়ার

সি ক্যাটাগরি : রিঙ্কু সিং, তিলক ভর্মা, রিতুরাজ গায়কোয়ার, শিভম দুবে, রবি বিশোনি, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সাঞ্জু স্যামসন, অর্শদ্বীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, রজত পাতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নিতিশ কুমার রেড্ডি, ইশান কিষান, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুন চক্রবর্তী, হারশিত রানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা
প্রস্তুতির চূড়ান্ত পর্বের জন্য সিলেট যাচ্ছেন ক্রিকেটাররা
চট্টগ্রামের মিরসরাইয়ে কার্ভাডভ্যানের চাপায় নারী নিহত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ রাবাদার
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্পে ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্প ব্যয় বাড়ানোর ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
পানি উন্নয়ন বোর্ডে নতুন অতিরিক্ত মহাপরিচালকের যোগদান
চট্টগ্রামের ফটিকছড়িতে ৫টি ফার্মেসিকে জরিমানা
যুক্তরাজ্যে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন
দ্রুততম সময়ে অনলাইন জিডি সেবা পুনরায় চালু হবে: পুলিশ হেডকোয়ার্টার্স
১০