ময়মনসিংহে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ২২:১২

ঢাকা, ২১ এপ্রিল ২০২৫ (বাসস) :  ময়মনসিংহে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। 

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ৪০ জন বালক ও বালিকা নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করেছে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস।

ময়মনসিংহ লেডিস ক্লাবের মাঠে সোমবার সকালে প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বালক ও বালিকাদের প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১২ টি স্কুলের ১১০ জন বালক ও বালিকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

বালকদের ৭টি এবং বালিকাদের ৬ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা থেকে বাছাইকৃত ৪০ জন খেলোয়াড়কে মাসব্যাপী প্রশিক্ষণের জন্য চূড়ান্ত করা হয়।

প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়নের উপ-পরিচালক হারুন-অর-রশিদ, জেলা শিক্ষা অফিসের ট্রেইনিং কোঅর্ডিনেটর জান্নাতুল নাহার।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা 
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা
দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি : নজরুল ইসলাম খান
সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সার্ভিস, ট্রেনিং এবং রিসার্চকে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
নারীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
ময়মনসিংহে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু
ময়মনসিংহে অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু
১০