তৃতীয় দিনের খেলা শুরু দুপুর ১টায়

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৩:১৮

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : বৃষ্টির কারণে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন ভেস্তে গেছে। তৃতীয় দিনের খেলা শুরু হবে দুপুর ১টায়।
   
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়। ফলে নির্ধারিত সময় শুরু হতে পারেনি খেলা। বৃষ্টির তেজ অব্যাহত থাকায় প্রথম সেশন ভেস্তে যায়।

বৃষ্টি কমে যাওয়ায় দুপুর ১টায় তৃতীয় দিনের খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন দুই অনফিল্ড আম্পায়ার। বিকেল ৩টা ২০ মিনিটে হবে চা-বিরতি। দিনের শেষ সেশন বিকেল ৩টা ৪০ মিনিটে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

টেস্টের প্রথম দিন নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় দিন ২৭৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। 

প্রথম ইনিংসে ৮২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৫৭ রান তুলেছিল টাইগাররা। ৯ উইকেট হাতে নিয়ে এখনও ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ।
 
সংক্ষিপ্ত স্কোর : 

বাংলাদেশ : ১৯১/১০, ৬১ ওভার (মোমিনুল ৫৬, শান্ত ৪০, মাসাকাদজা ৩/২১)।

জিম্বাবুয়ে : ২৭৩/১০, ৮০.২ ওভার (উইলিয়ামস ৫৯, বেনেট ৫৭, মিরাজ ৫/৫২)।

বাংলাদেশ : ৫৭/১, ১৩ ওভার (জয় ২৮*, মোমিনুল ১৫*, মুজারাবানি ১/২১)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় যুদ্ধবিরতি বহাল
রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চাঁদপুরে একমাসে সেনাবাহিনীর ১৫৬ অভিযান
ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে দুদকের গণশুনানি, শতাধিক অভিযোগ
ঝিনাইদহে সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও সভা
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা
১০