লিডস ও বার্নলি প্রিমিয়ার লিগে উন্নীত

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৬:১২
ছবি সংগৃহীত

ঢাকা, ২২ এপ্রিল ২০২৫ (বাসস) : চ্যাম্পিয়নশীপ থেকে ইংলিশ শীর্ষ লিগ প্রিমিয়ার লিগে আসন্ন মৌসুমের জন্য সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে লিডস ও বার্নলি। এদিকে চ্যাম্পিয়নশীপ প্লে-অফ থেকে শেফিল্ড ইউনাইটেডের সামনেও সুযোগ রয়েছে প্রিমিয়ার লিগে উন্নীত হবার।

সোমবার ইংলিশ ফুটবলের দ্বিতীয় টায়ারের ম্যাচে এলান্ড রোডে লিডস ৬-০ গোলে স্টোককে পরাজিত করেছে। ম্যাচে চার গোল করেছেন জোয়েল পিরো। গত দুই মৌসুমে চ্যাম্পিয়নশীপ থেকে প্রিমিয়ার লিগে উঠতে পারেনি লিডস। 

ড্যানিয়েল ফারকের দলের সামনে অবশ্য অন্য আরেকটি সুযোগ ছিল। ক্রিস উইল্ডারের শেফিল্ড যদি দিনের শেষ ম্যাচে বার্নলিকে পরাজিত করতে না পারে তবে তারা প্রিমিয়ার লিগে ফিরে আসবে। যদিও অধিনায়ক জোস ব্রাউনহিলের জোড়া গোলে ২-১ গোলে জয়ী হয়ে লিডসের সাথে ইংলিশ শীর্ষ লিগে জায়গা করে নিয়েছে বার্নলি। 

এই দুই দলই সমান ৯৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে। ৮৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা শেফিল্ডের পক্ষে তাদের আর ধরা সম্ভব নয়। শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয়ী হয়ে পিছিয়ে পড়েছিল শেফিল্ড। 

ডাচ ফরোয়ার্ড পিরো ফেব্রুয়ারির পর থেকে কোন গোল করতে পারেননি। কিন্তু ২০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে তিনি দলকে দারুন এক জয় উপহার দিয়েছেন। ২৬ মিনিটে জুনিয়র ফিরপো দলের হয়ে চতুর্থ গোলটি করেন। এবারের মৌসুমে লিডসের সর্বোচ্চ গোলদাতা পিরো বিরতির ঠিক আগে নিজের চতুর্থ গোল করেন। ৫৯ মিনিটে ষষ্ঠ গোলটি করেছেন উইলফ্রিড জিনোটো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবিতে এক বছরে চীনা শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির স্বার্থসংরক্ষণে সচেষ্ট হতে হবে: সিলেটে বক্তারা
ধরিত্রী দিবসে ১১৬টি সামুদ্রিক কচ্ছপের বাচ্চা অবমুক্ত করেছে ইউএনডিপি
নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিটিআরসি’তে দুদকের অভিযান
কৃষ্টি ও সংস্কৃতির বৈচিত্র্যই হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য: তারেক রহমান
নীলফামারীতে হুইল চেয়ার পেলেন ১০ প্রতিবন্ধী
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে ভ্যানের উদ্বোধন করলেন পরিবেশ উপদেষ্টা
সিলেটে শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে
প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর বৈঠক
মাতারবাড়িতে ভূমি-ভিত্তিক এলএনজি টার্মিনাল পিপিপি-র মাধ্যমে বাস্তবায়িত হবে
১০