ঢাকা, ২২ এপ্রিল ২০২৫ (বাসস) : ইনজুরি কাটিয়ে বায়ার্ন মিউনিখের অনুশীলনে ফিরেছেন অধিনায়ক ম্যানুয়েল নয়্যার ও ফরাসি তারকা ডিফেন্ডার ডায়ট উপামেকানো। এর ফলে চলতি মৌসুমে আবারো তাদের মাঠে ফেরার আশা দেখা যাচ্ছে।
এক বিবৃতিতে বায়ার্ন জানিয়েছে উপামেকানো ও নয়্যার ছাড়াও ব্যাক-আপ গোলরক্ষক ড্যানিয়েল পেরেটজ নিয়মিত অনুশীলনে ফিরেছেন।
গত মার্চ থেকে মাঠের বাইরে রয়েছেন নয়্যার ও উপামেকানো।
নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টি শ্যুট আউটে জয়ী ম্যাচটিতে উপামেকানো বাম হাঁটুর ইনজুরেত পড়েন। অন্যদিকে মার্চের শুরুতে বায়ার লেভারকুসেনের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগের ম্যাচে কাফ ইনজুরিতে আক্রান্ত হন নয়্যার।
বুন্দেসলিগা শিরোপা জয়ের পথে ভালভাবেই এগিয়ে রয়েছে বায়ার্ন। এই মুহূর্তে বায়ার্ন বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেনের থেকে আট পয়েন্ট এগিয়ে রয়েছে, হাতে রয়েছে মাত্র চার ম্যাচ।