সিলেট টেস্ট চলাকালে হার্ট অ্যাটাকে সিকিউরিটি কো-অর্ডিনেটরের মৃত্যু

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৪:৫৫ আপডেট: : ২৩ এপ্রিল ২০২৫, ১৫:০৬
বিসিবি’র সিকিউরিটি কো-অর্ডিনেটর মোহাম্মদ ইকরাম চৌধুরী। ছবি: বাসস

সিলেট, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : সিলেট টেস্টের চতুর্থ দিনে খেলা চলাকালে বিসিবি’র সিকিউরিটি কো-অর্ডিনেটর মোহাম্মদ ইকরাম চৌধুরীর আকস্মিক মৃত্যু হয়েছে। 

আজ বুধবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দায়িত্ব পালনকালে বুকে ব্যথা অনুভব করলে, তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইকরাম চৌধুরী আবুল হাছিন চৌধুরীর ছেলে। 

ইকরাম চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিসিবি এক বার্তায় জানিয়েছে, ২০১৪ সাল থেকে ইকরাম বিসিবি’র সিকিউরিটি কমিটিতে কাজ করছিলেন। আজ সকালে সিলেট স্টেডিয়ামে দায়িত্ব পালন করার সময় কার্ডিয়াক অ্যারেস্ট হলে, তাকে দ্রুত সিলেটের আল-হারামাইন হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

ইকরামের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে বিসিবি বলেছে, ইকরাম চৌধুরী একজন ভালো ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছিলেন তিনি। তার মৃত্যু ক্রীড়া-জগতের জন্য অপূরণীয় ক্ষতি। বিসিবি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা
প্রস্তুতির চূড়ান্ত পর্বের জন্য সিলেট যাচ্ছেন ক্রিকেটাররা
চট্টগ্রামের মিরসরাইয়ে কার্ভাডভ্যানের চাপায় নারী নিহত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ রাবাদার
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্পে ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্প ব্যয় বাড়ানোর ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
পানি উন্নয়ন বোর্ডে নতুন অতিরিক্ত মহাপরিচালকের যোগদান
চট্টগ্রামের ফটিকছড়িতে ৫টি ফার্মেসিকে জরিমানা
যুক্তরাজ্যে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন
দ্রুততম সময়ে অনলাইন জিডি সেবা পুনরায় চালু হবে: পুলিশ হেডকোয়ার্টার্স
১০