সিলেট টেস্ট চলাকালে হার্ট অ্যাটাকে সিকিউরিটি কো-অর্ডিনেটরের মৃত্যু

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৪:৫৫ আপডেট: : ২৩ এপ্রিল ২০২৫, ১৫:০৬
বিসিবি’র সিকিউরিটি কো-অর্ডিনেটর মোহাম্মদ ইকরাম চৌধুরী। ছবি: বাসস

সিলেট, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : সিলেট টেস্টের চতুর্থ দিনে খেলা চলাকালে বিসিবি’র সিকিউরিটি কো-অর্ডিনেটর মোহাম্মদ ইকরাম চৌধুরীর আকস্মিক মৃত্যু হয়েছে। 

আজ বুধবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দায়িত্ব পালনকালে বুকে ব্যথা অনুভব করলে, তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইকরাম চৌধুরী আবুল হাছিন চৌধুরীর ছেলে। 

ইকরাম চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিসিবি এক বার্তায় জানিয়েছে, ২০১৪ সাল থেকে ইকরাম বিসিবি’র সিকিউরিটি কমিটিতে কাজ করছিলেন। আজ সকালে সিলেট স্টেডিয়ামে দায়িত্ব পালন করার সময় কার্ডিয়াক অ্যারেস্ট হলে, তাকে দ্রুত সিলেটের আল-হারামাইন হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

ইকরামের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে বিসিবি বলেছে, ইকরাম চৌধুরী একজন ভালো ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছিলেন তিনি। তার মৃত্যু ক্রীড়া-জগতের জন্য অপূরণীয় ক্ষতি। বিসিবি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় যুদ্ধবিরতি বহাল
রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চাঁদপুরে একমাসে সেনাবাহিনীর ১৫৬ অভিযান
ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে দুদকের গণশুনানি, শতাধিক অভিযোগ
ঝিনাইদহে সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও সভা
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা
১০