বিজয়ের সেঞ্চুরি ম্লান করে আবাহনীর স্বস্তির জয়

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২০:১৬


ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫ (বাসস) : গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল হক বিজয়ের সেঞ্চুরি ম্লান করে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) স্বস্তির জয় পেয়েছে আবাহনী লিমিটেড। সুপার সিক্সে নিজেদের তৃতীয় ম্যাচে আজ আবাহনী ১০ রানে হারিয়েছে গাজী গ্রুপকে। 

এই জয়ে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আবাহনী। ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে গাজী গ্রুপ। আবাহনীর কাছে হেরে শিরোপা জয়ের আশা শেষ হয়ে গেছে গাজীর। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১০৭ রানের সূচনা করেন আবাহনীর দুই ওপেনার শাহরিয়ার কমল ও পারভেজ হোসেন ইমন।

৭টি চারে ইমন ৪৫ রানে থামলেও, সেঞ্চুরির পথ তৈরি করেন কমল। কিন্তু সেঞ্চুরি থেকে ৪ রান দূরে থাকতে বিদায় নেন তিনি। ৮টি চার ও ৩টি ছক্কায় ১০০ বলে ৯৬ রান করেন কমল। 

মিডল অর্ডারে এসএম মেহরবের ৪৫ রান ছাড়া আর কোন ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। ৪৮.২ ওভারে ২৪৯ রানে অলআউট হয় আবাহনী।  

গাজী গ্রুপের ওয়াসি সিদ্দিক ৪টি ও শেখ পারভেজ জীবন ৩ উইকেট নেন।

জবাবে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় গাজী গ্রুপ। শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করলেও সফল হয়নি। 

৫৮ রানে তৃতীয় উইকেট পতন হয় তাদের। চতুর্থ উইকেটে ৭৭ রানের জুটি গড়ে গাজী গ্রুপকে লড়াইয়ে ফেরান এনামুল ও ওয়াসি। ৩৮ রানে ওয়াসি আউট হলেও, এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান এনামুল। 

ইনিংসের ৪৪তম ওভারে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৪তম সেঞ্চুরি পূর্ণ করেন এনামুল। ৪৭তম ওভারে দলীয় ২১৭ রানে নবম ব্যাটার হিসেবে এনামুল আউট হলে গাজী গ্রুপের জয়ের আশা শেষ হয়ে যায়। 

শেষ উইকেটে ২২ রানের জুটি গড়ার পর শেষ ওভারের তৃতীয় বলে হাসিম আউট হলে ২৩৯ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ। ১৩ রান করেন হাসিম। ৯টি চারে ১১৩ বলে ১০৮ রান করেন এনামুল। 

মৃত্যুঞ্জয় চৌধুরি ৩টি, রিপন মন্ডল ও মোসাদ্দেক হোসেন ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন আবাহনীর কমল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আঞ্চলিক অর্থনৈতিক একীকরণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হাবিব ব্যাংক প্রেসিডেন্টের
রাশিয়াকে ‘অবিলম্বে ও নিঃশর্তভাবে’ হামলা বন্ধ করতে হবে: জেলেনস্কি
এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ পোপের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন : ভ্যাটিকান
পেরুর প্রেসিডেন্ট পোপের শেষকৃত্যে যোগ দিতে পারবেন না: কংগ্রেস
চুয়াডাঙ্গায় ভুট্টা ঘরে তুলতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন হাজারো কৃষক 
সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই বাল্কহেড ডুবি, ৭ নাবিক উদ্ধার
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বিশ্বব্যাপী টিকা-প্রতিরোধযোগ্য রোগ বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ
রূপনগরে রাস্তায় অবৈধভাবে নির্মিত ৮টি গেইট গুড়িয়ে দিয়েছে ডিএনসিসি
কামরাঙ্গীরচর থেকে মানব পাচার চক্রের মূলহোতা গ্রেফতার
১০