সৌম্যর বিধ্বংসী ইনিংসে বড় জয় লিজেন্ডস অব রূপগঞ্জের

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২০:৩০ আপডেট: : ২৩ এপ্রিল ২০২৫, ২০:৩৬
ব্যাটার সৌম্য সরকার -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫ (বাসস) : ব্যাটার সৌম্য সরকারের বিধ্বংসী ইনিংসে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার সিক্সে বড় জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

সুপার সিক্সে নিজেদের তৃতীয় ম্যাচে আজ লিজেন্ডস অব রূপগঞ্জ ১০৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। এই জয়ে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে অগ্রণী। 

সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সৌম্যর দেড়শ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৩ উইকেটে ৩৩৩ রানের বড় স্কোর গড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। 

তিন নম্বরে ব্যাট হাতে নেমে ১৭টি চার ও ৬টি ছক্কায় ১১২ বলে অপরাজিত ১৫৩ রানের নান্দনিক ইনিংস খেলেন সৌম্য। 

এছাড়া আফিফ হোসেন অপরাজিত ৪৯, দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান ৪৩ রান করে করেন। 

জবাবে লিজেন্ডস অব রূপগঞ্জের বোলিং নৈপুন্যে ৪৩.১ ওভারে ২৩০ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক। সর্বোচ্চ ৭৪ রান করেন মার্শাল আইয়ুব। 

লিজেন্ডস অব রূপগঞ্জের সাইফ হাসান ৩ উইকেট নেন। ম্যাস সেরা হয়েছেন সৌম্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা
প্রস্তুতির চূড়ান্ত পর্বের জন্য সিলেট যাচ্ছেন ক্রিকেটাররা
চট্টগ্রামের মিরসরাইয়ে কার্ভাডভ্যানের চাপায় নারী নিহত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ রাবাদার
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্পে ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্প ব্যয় বাড়ানোর ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
পানি উন্নয়ন বোর্ডে নতুন অতিরিক্ত মহাপরিচালকের যোগদান
চট্টগ্রামের ফটিকছড়িতে ৫টি ফার্মেসিকে জরিমানা
যুক্তরাজ্যে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন
দ্রুততম সময়ে অনলাইন জিডি সেবা পুনরায় চালু হবে: পুলিশ হেডকোয়ার্টার্স
১০