সৌম্যর বিধ্বংসী ইনিংসে বড় জয় লিজেন্ডস অব রূপগঞ্জের

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২০:৩০ আপডেট: : ২৩ এপ্রিল ২০২৫, ২০:৩৬
ব্যাটার সৌম্য সরকার -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫ (বাসস) : ব্যাটার সৌম্য সরকারের বিধ্বংসী ইনিংসে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার সিক্সে বড় জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

সুপার সিক্সে নিজেদের তৃতীয় ম্যাচে আজ লিজেন্ডস অব রূপগঞ্জ ১০৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। এই জয়ে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে অগ্রণী। 

সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সৌম্যর দেড়শ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৩ উইকেটে ৩৩৩ রানের বড় স্কোর গড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। 

তিন নম্বরে ব্যাট হাতে নেমে ১৭টি চার ও ৬টি ছক্কায় ১১২ বলে অপরাজিত ১৫৩ রানের নান্দনিক ইনিংস খেলেন সৌম্য। 

এছাড়া আফিফ হোসেন অপরাজিত ৪৯, দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান ৪৩ রান করে করেন। 

জবাবে লিজেন্ডস অব রূপগঞ্জের বোলিং নৈপুন্যে ৪৩.১ ওভারে ২৩০ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক। সর্বোচ্চ ৭৪ রান করেন মার্শাল আইয়ুব। 

লিজেন্ডস অব রূপগঞ্জের সাইফ হাসান ৩ উইকেট নেন। ম্যাস সেরা হয়েছেন সৌম্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহায় ফায়ারসাইড চ্যাটে যোগ দিলেন অধ্যাপক ইউনূস
আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুরু রাজনীতিতে বিশ্বাসী নই: ডা. শফিকুর রহমান
জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগের দেয়া সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি শিবিরের
জনদুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
বাংলাদেশ এবং ওএফআইডি’র মধ্যে চুক্তি
কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার
সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
তিস্তার পানি প্রশ্নে কোনো ধরনের কূটনৈতিক রাজনীতি হোক তা দেখতে চাই না: তারেক রহমান
রাজউকের ‘টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ও বিল্ডিং কন্সট্রাকশন অ্যাক্ট’ নতুন করে প্রণয়ন করা হবে: পরিবেশ উপদেষ্টা 
১০