আনচেলত্তিকে মেনে নিতে পারছেন না ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৬:৫৬

ঢাকা, ১৪ মে ২০২৫ (বাসস) : জাতীয় ফুটবল দলের জন্য ব্রাজিলের বিদেশী কোন কোচের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে সেলেসাওরা দলের প্রধান কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করার পর লুলা এই মন্তব্য করেছেন।

ইতালিয়ান আনচেলত্তি ১৯৬৫ সালের পর প্রথম কোন বিদেশী হিসেবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে আনচেলত্তিকে দলে ভিড়িয়েছে ব্রাজিল। 

চায়নায় সাংবাদিকদের সাথে আলাপকালে লুলা বলেন, ‘সত্যি বলতে কি আনচেলত্তি বিদেশী বলে তার বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নেই। কিন্তু আমি মনে করছি সেলেসাওদের নেতৃত্ব দেবার মত কোচ ব্রাজিলেই আছে।’

লুলার এই ভিডিটি ব্রাজিলিয়ান গণমাধ্যমে প্রচার করা হয়। 

সর্বশেষ ১৯৬৫ সালে বিদেশি কোচের দ্বারস্থ হয়েছিলে ব্রাজিল। সে বছরের সেপ্টেম্বরে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের কোচ ছিলেন আর্জেন্টাইন ফিলপো নুনেজ। এক দিনের জন্য ওই এক ম্যাচেই ব্রাজিলের ডাগআউট সামলান নুনেজ। তাঁর আগে আরও দুজন বিদেশি কোচের সাহায্য নিয়েছে ব্রাজিল।

এর আগে ১৯২৫ কোপা আমেরিকায় ব্রাজিলের কোচ ছিলেন র‌্যামন প্লাতেরো। চার ম্যাচে মোট ২০ দিন সেলেসাওদের কোচের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৪৪ সালে পর্তুগিজ কোচ জোরেকার অধীনে উরুগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল। মাত্র ৪ দিন ব্রাজিলের কোচের পদে ছিলেন জোরেকা।

আনচেলত্তি প্রসঙ্গে লুলা অতীতেও কথা বলেছেন। ২০২৩ সালে তিনি বলেছিলেন, ‘সে কোনদিন ইতালি জাতীয় দলের কোচ হয়নি। কেন তিনি ইতালিয়ানদের সমস্যা সমাধানে কাজ করছেন না, এমনকি যে দলটি ২০২২ সালের বিশ্বকাপে পর্যন্ত জায়গা পায়নি।’

যদিও এবার আনচেলত্তিকে একজন ‘গ্রেট টেকনিশিয়ান’ হিসেবে অ্যাখ্যায়িত করেছেন লুলা। একইসাথে আশা প্রকাশ করে বলেছেন তার হাত ধরে ব্রাজিল প্রথমে বাছাইপর্বের বাঁধা পার করবে। এরপর সম্ভব হলে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে। 

এই মুহূর্তে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চলে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট যা ব্রাজিলকে আর্জেন্টিনা, উরুগুয়ে ও ইকুয়েডরের পিছনে ফেলেছে। 

বাছাইপর্বের শীর্ষ ৬টি দল লাতিন আমেরিকা থেকে মূলপর্বে সরাসরি খেলার সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দাবি আদায়ে অনড় বেরোবি শিক্ষার্থীরা: ১০ কার্যদিবস সময় চাইলেন উপাচার্য
ইসরাইলি নিয়ন্ত্রণের কারণে মিশর সীমান্তে গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে গেছে: ত্রাণকর্মী
আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
নজরুল ইসলাম খানের নামে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
আইনজীবী জেড আই খান পান্নার গ্রেফতারের তথ্যটি মিথ্যা : বাংলাফ্যাক্ট
উত্তরায় বিএনপি’র ৩১ দফা কর্মসূচি নিয়ে সমাবেশ অনুষ্ঠিত
পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন অপরিহার্য : আন্তর্জাতিক ও স্থানীয় উদ্যোগে গুরুত্ব আরোপ
তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ বাস্তবায়নে ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
চাঁদপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু 
১০