ত্রিদেশীয় সিরিজে বিশ্রামে মার্করাম-মিলার-রাবাদারা

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৭:৪৪

ঢাকা, ২৬ জুন ২০২৫ (বাসস) : নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। 

বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক আইডেন মার্করাম, ডেভিড মিলার, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কাগিসো রাবাদা ও স্পিনার কেশভ মহারাজকে।

মার্করামের অনুপস্থিতিতে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন। 

ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা জেরাল্ড কোয়েৎজি এবং নান্দ্রে বার্গার টি-টোয়েন্টি দলে ফিরেছেন । হ্যামস্ট্রিং ইনজুরিতে কোয়েৎজি আট মাস এবং কুঁচকি ও পিঠের ইজুরির কারণে ১১ মাস জাতীয় দলের বাইরে ছিলেন বার্গার। 

দলের নতুন মুখ আছে চারজন। তারা হলেন- লুয়ান-ড্রি প্রিটোরিয়াস, রবিন হারমান, সেনুরান মুথুসামি এবং কর্বিন বশ। 

২০২৩ সালের আগস্টে অভিষেকের পর ২ ম্যাচ খেলেই দল থেকে বাদ পড়েন ডেওয়াল্ড ব্রেভিস। ২১ মাস পর আবারও দলে ফিরেছেন তিনি। 

১৪ জুলাই থেকে জিম্বাবুয়ের মাটিতে শুরু হবে সাত ম্যাচের ত্রিদেশীয় সিরিজ। ২৬ জুলাই শেষ হবে সিরিজ। সবগুলো ম্যাচই হবে হারারেতে।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল : রাসি ভ্যান ডার ডুসেন (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, রেজা হেনড্রিক্স, রুবিন হারমান, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার, লুয়ান-ড্রি প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০