৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের অবিনাশ

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৫:৩২ আপডেট: : ১২ অক্টোবর ২০২৫, ১৫:৩৬

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস)  : আগামীকাল থেকে শুরু হচ্ছে ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতার মূল পর্ব। তার আগে গত দু’দিন ধরে অনুষ্ঠিত হলো টুর্নামেন্টের বাছাইপর্ব। 

এই পর্ব পেরিয়ে চারজন খেলোয়াড় মূল পর্বে খেলার সুযোগ পেয়েছেন, যার মধ্যে আছেন বাংলাদেশের প্রতিশ্রুতিশীল খেলোয়াড় অবিনাশ রাজভর।

আজ সকালে বাছাইপর্বের চূড়ান্ত খেলায় অবিনাশ রাজভর স্বদেশী সাফওয়ান সামিকে পরাজিত করেছেন। দুটি সেটেই অবিনাশের জয় এসেছে সহজে। প্রথম সেটে তিনি ৬-১ গেমে এবং দ্বিতীয় সেটে ৬-০ গেমে সাফওয়ানকে পরাজিত করেন। অবিনাশ ছাড়াও বাছাইপর্ব থেকে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছেন থাইল্যান্ডের চানাপাত পিসুথারনন্থ, চাইনিজ তাইপের উই চেং তাং এবং কোরিয়ার ইউন-সাং চো।

বাছাইপর্ব ছাড়াও ওয়াইল্ড কার্ড নিয়ে আরও চারজন খেলোয়াড় মূল পর্বে সরাসরি খেলার সুযোগ পেয়েছেন। 

এর মধ্যে বাংলাদেশের তিনজন সাইম, জাওয়াদ ও মালেক ছাড়াও আরো রয়েছেন চীনের লি।

মেইন ড্র’তে আগে থেকেই ২৪ জন খেলোয়াড় ছিলেন। তাঁদের সাথে বাছাইপর্ব থেকে আসা চারজন এবং ওয়াইল্ড কার্ড পাওয়া চারজন - মোট আটজন যুক্ত হয়ে মূল পর্বের লড়াইয়ে নামবেন। মেইন ড্র’তে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে আছেন জারিফ আবরার ও কাব্য গায়েন।

মেয়েদের বিভাগে বাংলাদেশের সাতজন খেলোয়াড় সরাসরি মূল পর্বে প্রতিদ্বন্দ্বীতা করবেন। তাঁরা হলেন সুমাইয়া আক্তার, সারা আল জসিম, জান্নাতুল ফেরদৌস, হালিমা জাহান, ইয়ানা চৌধুরী, সুবর্ণ খাতুন ও মালিহা ইসলাম। গতকাল থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতা চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিক পর্যায়ে  ফুসফুসের ক্যান্সার শনাক্তে ন্যানোটিউবভিত্তিক নতুন মডেল উদ্ভাবন
মা ইলিশ সংরক্ষণে কঠোর অভিযান বগুড়ায়
আফগানিস্তানের কাছে সিরিজ হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করলেন মিরাজ
শিপিং খাতের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার : নৌপরিবহন সচিব
গাজীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
কার্বন নিঃসরণ হ্রাস ও জলবায়ু সহনশীলতাকে সরকারি নীতিমালায় সমন্বিত করার আহ্বান ইইউ’র
বিসিক আয়োজিত পাঁচ দিনব্যাপী শরৎ মেলা-২০২৫ শুরু
সীমান্ত সংঘর্ষে ৫৮ পাকিস্তানি সেনা নিহত : আফগান তালেবান সরকার
যুক্তিতর্ক সম্প্রচারকালে চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা
বাণিজ্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের বৈঠক
১০