টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৪:৫৯
ফাইল ছবি

ঢাকা, ২৮ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাজমুল হোসেন শান্ত।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে অনুষ্ঠিত শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শেষে আজ সংবাদ সম্মেলনে বড় ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন শান্ত।

প্রথম টেস্ট ্র করলেও দ্বিতীয় ম্যাচ ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হারে বাংলাদেশ।  দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে টাইগাররা। টেস্ট সিরিজ শেষে সাংবাদিকদের শান্ত বলেন, ‘আমি বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর দায়িত্ব পালন করতে চাই না। আমি সবাইকে পরিষ্কারভাবে বলতে চাই, এটা কোন ব্যক্তিগত কিছু নয়। পুরোপুরি দলের ভালোর জন্য এই সিদ্ধান্ত আমি নিয়েছি এবং আমি মনে করি, এটাতে দলের ভালো কিছু হবে।’

তিনি আরও বলেন, ‘এই ড্রেসিং রুমটাতে লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। আমি মনে করি তিন অধিনায়ক এই ড্রেসিংরুমে যৌক্তিক। এটা ব্যক্তিগত মতামত। ক্রিকেট বোর্ড হয়ত আলাদাভাবে চিন্তা করতে পারে। সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে।’

শান্ত আরও বলেন, ‘এটা আমার ব্যক্তিগত মতামত যে তিন অধিনায়ক দলের জন্য একটু কঠিন হতে পারে। দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি। বোর্ড যদি মনে করে আলাদাভাবে তিনটা অধিনায়ক তারা রাখবে এটা একেবারেই তাদের সিদ্ধান্ত। আমি আশা করব এই জিনিসটা কেউ যেন মনে করে না যে, আমি ব্যক্তিগত কোন কিছু থেকে বা আমার মন খারাপ থেকে, রাগ থেকে এটা করেছি। এটা আমি পরিষ্কার করলাম। এটা শুধু দলের ভালোর জন্য। এখানে ব্যক্তিগত কিছু নেই।’

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি তিন ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পান শান্ত। গত ৪ মে টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয় পান লিটন দাসকে। তখন টেস্টের সাথে ওয়ানডের অধিনায়ক থাকেন শান্ত। তবে গত ১২ জুন শান্তর জায়গায় ওয়ানডের অধিনায়ক দেওয়া হয় মেহেদি হাসান মিরাজকে। এরপর শুধু টেস্টের অধিনায়ক ছিলেন তিনি।

বাংলাদেশকে ১৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন শান্ত। তার অধীনে ৪টিতে জয়, ৯টিতে হার এবং এক টেস্ট ড্র করেছে বাংলাদেশ।

শান্ত নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় এবং পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ।

অধিনায়ক হিসেবে ১৪ টেস্টে ৩ সেঞ্চুরি ও ২ হাফ-সেঞ্চুরিতে ৩৬ দশমিক ২৪ গড়ে ৯০৬ রান করেছেন শান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শরীয়তপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : শিগগিরই কনসালটেশন প্রক্রিয়া শুরু
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
জিম্মি মুক্তির পর গাজার সুড়ঙ্গ ধ্বংসের প্রতিশ্রুতি ইসরাইলের
পিআর পদ্ধতির আন্দোলনের লক্ষ্যই হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা : মির্জা ফখরুল
সাতক্ষীরায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
সুন্দরবনে বিদেশি পর্যটক বাড়াতে মাস্টারপ্ল্যান প্রণয়ন
গুজব, অপতথ্য ও ডিপফেক রুখে দিতে তথ্য কর্মকর্তাদের কাজ করতে হবে : তথ্য সচিব
মাগুরায় টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন
১০