নিউজিল্যান্ড দলে ফিরলেন মিলনে-হেনরি

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৫:০৬

ঢাকা, ২৮ জুন ২০২৫ (বাসস) : পেসার এডাম মিলনে ও ম্যাট হেনরিকে ফিরিয়ে এনে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

পায়ের গোড়ালিতে অস্ত্রোপচারের জন্য গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি মিলনে। ইনজুরি থেকে সুস্থ হয়ে গত নভেম্বরে ওয়ানডে দিয়ে জাতীয় দলে ফেরেন তিনি। ত্রিদেশীয় সিরিজ দিয়ে এবার টি-টোয়েন্টি দলেও ফিরলেন মিলনে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অকল্যান্ডে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন এই পেসার।

চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন হেনরি। অবশেষে জাতীয় দলে ফিরলেন তিনিও।

আইপিএলের কারণে পাকিস্তান সিরিজে না খেলা বেশ কিছু ক্রিকেটারও দলে ফিরেছেন। এর মধ্যে আছেন অধিনায়ক মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র।

তবে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না নিউজিল্যান্ড। চাপ কমাতে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার লুকি ফার্গুসনকে। প্রথম সন্তানের বাবা হওয়ার অপেক্ষায় আছেন কাইল জেমিসন। ইনজুরির কারণে দলে সুযোগ হয়নি বেন সিয়ার্সের।

সর্বশেষ শ্রীলংকা সফরের টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন বেভন জ্যাকবস। দলে থাকলেও অভিষেক হয়নি তার। এবার ত্রিদেশীয় সিরিজের দলে রাখা হয়েছে জ্যাকবসকে।

আগামী ১৪ জুলাই থেকে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, এডাম মিলনে, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট এবং ইশ সোধি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শরীয়তপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : শিগগিরই কনসালটেশন প্রক্রিয়া শুরু
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
জিম্মি মুক্তির পর গাজার সুড়ঙ্গ ধ্বংসের প্রতিশ্রুতি ইসরাইলের
পিআর পদ্ধতির আন্দোলনের লক্ষ্যই হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা : মির্জা ফখরুল
সাতক্ষীরায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
সুন্দরবনে বিদেশি পর্যটক বাড়াতে মাস্টারপ্ল্যান প্রণয়ন
গুজব, অপতথ্য ও ডিপফেক রুখে দিতে তথ্য কর্মকর্তাদের কাজ করতে হবে : তথ্য সচিব
মাগুরায় টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন
১০