এশিয়া কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ পুরুষ ও মহিলা হকি দল

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ২২:২১
ছবি : আইএসপিআর

ঢাকা, ২৮ জুন, ২০২৫ (বাসস) : আগামী ৩-১৪ জুলাই চীনের ডাজহু’তে অনুষ্ঠেয় পুরুষ ও মহিলা অনুর্ধ্ব-১৮ এশিয়া কাপ-২৫ টুর্নামেন্টে  বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ পুরুষ ও মহিলা হকি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। 

আজ শনিবার ঢাকায় বিমান বাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ হকি ফেডারেশন(বাহফে) আয়োজিত বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ পুরুষ ও মহিলা হকি দলের জার্সি উন্মোচন এবং ফটোসেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। 

বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরও ১০টি দল-পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, হংকং চায়না, মালয়েশিয়া, জাপান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছিল। এবারও বাংলাদেশ হকি ফেডারেশন ভাল ফলাফল আশা করছে। 

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে প্রথম বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ মহিলা হকি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। 

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও সভাপতি খেলোয়াড়দের বিদেশে অবস্থানকালীন শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকার জন্য উপদেশ প্রদান করেন। তিনি শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় বজায় রেখে খেলার নির্দেশনা প্রদান করেন। 

এছাড়া, প্রচেষ্টা আর নিষ্ঠা ধরে রেখে প্রতিটি ম্যাচে খেলতে খেলোয়াড়দের তিনি অনুপ্রেরণা প্রদান করেন। 

বাংলাদেশ হকি ফেডারেশন সভাপতি সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শরীয়তপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : শিগগিরই কনসালটেশন প্রক্রিয়া শুরু
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
জিম্মি মুক্তির পর গাজার সুড়ঙ্গ ধ্বংসের প্রতিশ্রুতি ইসরাইলের
পিআর পদ্ধতির আন্দোলনের লক্ষ্যই হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা : মির্জা ফখরুল
সাতক্ষীরায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
সুন্দরবনে বিদেশি পর্যটক বাড়াতে মাস্টারপ্ল্যান প্রণয়ন
গুজব, অপতথ্য ও ডিপফেক রুখে দিতে তথ্য কর্মকর্তাদের কাজ করতে হবে : তথ্য সচিব
মাগুরায় টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন
১০