বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু বাংলাদেশের

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২১:৫৪

ঢাকা, ২৯ জুন ২০২৫ (বাসস) : এএফসি উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ নারী দল। 

মিয়ানমারের ইয়াংগুনে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭-০ গোলে হারিয়েছে বাহরাইনকে। 

ম্যাচের প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাকি দুই গোল করে টাইগ্রেসরা। 

ফিফা র‌্যাংকিংয়ে বাহরাইনের চেয়ে ৩৬ ধাপ পিছিয়ে আছে বাংলাদেশ। বাহরাইন ৯২তম স্থানে এবং বাংলাদেশ ১২৮তম স্থানে আছে। 

ম্যাচের ১০ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। ফরোয়ার্ড শামসুন্নাহার দলের হয়ে প্রথম গোল করেন। 

১৫ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা। স্বপ্না রানীর ক্রস থেকে বাঁকানো শটে গোল করেন ঋতুপর্ণা।

৪০ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। মারিয়ার ক্রস থেকে বল পেয়ে বাহরাইনের বক্সের ভেতর জটলার মধ্যে জালে বল পাঠান ডিফেন্ডার কোহাতি কিসকু।

প্রথমার্ধের ইনজুরি টাইমে জোড়া গোল করেন তহুরা খাতুন। প্রথম মিনিটে মনিকার পাস থেকে এবং বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে শামসুন্নাহার জুনিয়রের পাসে গোল করেন তহুরা। ৫-০ গোলে এগিয়ে ম্যাচের প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

প্রথমার্ধের আক্রমণাত্মক ফুটবল দ্বিতীয়ার্ধেও অব্যাহত রাখে বাংলাদেশ। এই অর্ধে আরও দুই গোল পায় টাইগ্রেসরা। 

৬০ মিনিটে শামসুন্নাহার দলের ষষ্ঠ ও নিজের দ্বিতীয় গোল করেন। ৭৫ মিনিটে বাংলাদেশের হয়ে সপ্তম গোল করেন মুনকি আকতার। শেষ পর্যন্ত ৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

আগামী বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আরএমপির তিন থানায় নতুন ওসি 
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত 
লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
১০