উইলিয়ামসের সেঞ্চুরির পরও পিছিয়ে জিম্বাবুয়ে

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৬:৪৫

ঢাকা, ৩০ জুন ২০২৫ (বাসস) : সিন উইলিয়ামসের সেঞ্চুরির পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পিছিয়ে স্বাগতিক জিম্বাবুয়ে। 

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৯ উইকেটে ৪১৮ রানের জবাবে ২৫১ রান করে জিম্বাবুয়ে। প্রথম ইনিংস থেকে ১৬৭ রানের লিড পায় প্রোটিয়ারা। লিড সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ১ উইকেটে ৪৯ রান করে দক্ষিণ আফ্রিকা। 

বুলাওয়েতে প্রথম দিন শেষে ৯ উইকেটে ৪১৮ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন আর ব্যাট না করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। 

এরপর ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের হয়ে একাই লড়াই করেছেন উইলিয়ামস। এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের ২১তম টেস্টে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামস।

চতুর্থ উইকেটে অধিনায়ক ক্রেইগ আরভিনের সাথে ৯১ ও পঞ্চম উইকেটে ওয়েসলি মাধভেরের সাথে ৪৮ রান যোগ করেন উইলিয়ামস। আরভিন ৩৬ ও মাধভেরে ১৫ রানে থামেন। 

জিম্বাবুয়ের শেষ ছয় ব্যাটারের পাঁচজনই দুই অংকের কোটা স্পর্শ করতে ব্যর্থ হলে ২৫১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার ওয়াইন মুল্ডার ৪টি, কোডি ইউসুফ ও ভারপ্রাপ্ত অধিনায়ক কেশব মহারাজ ৩টি করে উইকেট নেন। 

নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ওপেনার ম্যাথু ব্রিটস্কিকে ১ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। দিন শেষে টনি ডি জর্জি ২২ ও মুল্ডার ২৫ রানে অপরাজিত থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আরএমপির তিন থানায় নতুন ওসি 
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত 
লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
১০