বিপিএলে অংশ নিতে আগ্রহী ‘নোয়াখালী রয়্যালস’

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২০:০৩

ঢাকা, ৩০ জুন ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ‘নোয়াখালী রয়্যালস’ নামে একটি ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী একটি কোম্পানি। 

বিপিএলের পরবর্তী আসরে দল নিতে চায় সায়ান’স গ্লোবাল নামের কোম্পানিটি। ইতোমধ্যেই বিসিবিকে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে তারা। যোগাযোগের জন্য কোম্পানির ওয়েবসাইটে লন্ডনের ঠিকানা দেওয়া আছে।

কোম্পানিটির মালিক লন্ডনভিত্তিক ব্যবসায়ী আহমেদ জামিল আজ মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, আমাদের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখবেন তারা। নোয়াখালীর মানুষের প্রত্যাশা পূরণ করবেন। আমরা নোয়াখালীর নামে দল কিনতে চাই। আমরা অন্য কোনও নাম নেব না। আমরা নোয়াখালীকে প্রচার করতে চাই।’

এই নামে কোনও ফ্র্যাঞ্চাইজি নেওয়া হবে কিনা সে বিষয়ে আজকের চলমান বিসিবি পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।  

তিনি বলেন, ‘একটি বোর্ড সভা আছে। সেই বোর্ড সভায়, নতুন কোনও ফ্র্যাঞ্চাইজি নেওয়া হবে কিনা তা সিদ্ধান্ত নেওয়া হবে এবং হলে তারা আমাদের জানাবে কি  কি নথিপত্র প্রয়োজন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আরএমপির তিন থানায় নতুন ওসি 
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত 
লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
১০