আর্চারকে ছাড়াই ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড একাদশ

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২১:৪০

ঢাকা, ৩০ জুন ২০২৫ (বাসস) : দীর্ঘ ৫২ মাস পর ইংল্যান্ড টেস্ট দলে ফিরেছিলেন পেসার জোফরা আর্চার। কিন্তু ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ হয়নি তার। সিরিজের প্রথম টেস্টের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ইংলিশরা। 

২০২১ সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট ক্রিকেট  খেলেছেন আর্চার। গত সপ্তাহে কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম শ্রেণীর ম্যাচে ডারহামের বিপক্ষে সাসেক্সের হয়ে খেলতে নামেন তিনি। 

ম্যাচের প্রথম ইনিংসে ১৮ ওভারে ৩২ রানে ১ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে প্রথম ইনিংসে ৩১ রানও করেন তিনি। চার বছর পর প্রথম লাল বলের ম্যাচ খেলতে নেমে আশানুরূপ পারফরমেন্সই করেন আর্চার। 

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে দীর্ঘদিন পর সাদা পোশাকে আর্চারের যাত্রা শুরু হবে বলে ধারণা করা হচ্ছিলো।  কিন্তু সেটি আর হল না।

হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টের শেষ দিন ৩৭১ রান তাড়া করে ৫ উইকেটে ম্যাচ জিতে ইংল্যান্ড। 

ইংল্যান্ড একাদশ : বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জশ টং, ক্রিস ওকস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আরএমপির তিন থানায় নতুন ওসি 
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত 
লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
১০