ঢাকা, ১ জুলাই ২০২৫ (বাসস) : গত বছরের ন্যায় আগামী ডিসেম্বর-জানুয়ারিতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী টুর্নামেন্ট হবে বিপিএলের দ্বাদশ আসর।
গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ১৯তম পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বোর্ড জানিয়েছে, টুর্নামেন্ট পরিচালনার জন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তী আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে পাঁচ বছরের চুক্তি করার কথাও ভাবছে বোর্ড।
গত আসরের ফাইনালে চিটাগাং কিংসকে তিন উইকেটে হারিয়ে বিপিএলের শিরোপা ঘরে তুলেছিল ফরচুন বরিশাল।