র‌্যাংকিংয়ে উন্নতি তাইজুলের, অবনতি মুশফিক-শান্তর

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:৪২

ঢাকা, ২ জুলাই ২০২৫ (বাসস) : আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে বোলিং তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। দুই ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছেন তাইজুল।

আজ টেস্ট র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।

শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৫ উইকেট নেন তাইজুুল। বল হাতে দারুণ পারফরমেন্সের সুবাদে র‌্যাংকিংয়ে উন্নতি হয় তার। ৬৭১ রেটিং নিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে বোলারদের মধ্যে সেরা র‌্যাংকিংয়ে আছেন তাইজুল।

জ্বরের কারণে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় টেস্টে খেলতে নেমে এক ইনিংস বল করে উইকেটশূন্য থাকেন তিনি। তাই তিন ধাপ পিছিয়ে ২৫তম স্থানে নেমে গেছেন মিরাজ।

ব্যাটিং তালিকায় অবনতি হয়েছে বাংলাদেশের মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের ৩৫ ও ২৬ রান করেন মুশফিক। এক ধাপ পিছিয়ে ২৯তম স্থানে নেমে গেছেন মুশি।

সিরিজের প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরিতে ২১ ধাপ উন্নতি হয়েছিল শান্তর। তবে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৮ ও ১৯ রান করায় পাঁচ ধাপ পিছিয়ে ৩৪তম স্থানে নেমে গেছেন তিনি।

অলরাউন্ডার তালিকায়  দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের মিরাজ। এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

ব্যাটিং তালিকায় ইংল্যান্ডের জো রুট এবং বোলিং তালিকায় ভারতের জসপ্রিত বুমরাহ শীর্ষে আছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত
দলমত নির্বিশেষে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
জোতার মৃত্যুতে রোনালদো-নাদালের শোক
ঢাবিতে আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু
১০