র‌্যাংকিংয়ে উন্নতি তাইজুলের, অবনতি মুশফিক-শান্তর

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:৪২

ঢাকা, ২ জুলাই ২০২৫ (বাসস) : আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে বোলিং তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। দুই ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছেন তাইজুল।

আজ টেস্ট র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।

শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৫ উইকেট নেন তাইজুুল। বল হাতে দারুণ পারফরমেন্সের সুবাদে র‌্যাংকিংয়ে উন্নতি হয় তার। ৬৭১ রেটিং নিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে বোলারদের মধ্যে সেরা র‌্যাংকিংয়ে আছেন তাইজুল।

জ্বরের কারণে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় টেস্টে খেলতে নেমে এক ইনিংস বল করে উইকেটশূন্য থাকেন তিনি। তাই তিন ধাপ পিছিয়ে ২৫তম স্থানে নেমে গেছেন মিরাজ।

ব্যাটিং তালিকায় অবনতি হয়েছে বাংলাদেশের মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের ৩৫ ও ২৬ রান করেন মুশফিক। এক ধাপ পিছিয়ে ২৯তম স্থানে নেমে গেছেন মুশি।

সিরিজের প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরিতে ২১ ধাপ উন্নতি হয়েছিল শান্তর। তবে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৮ ও ১৯ রান করায় পাঁচ ধাপ পিছিয়ে ৩৪তম স্থানে নেমে গেছেন তিনি।

অলরাউন্ডার তালিকায়  দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের মিরাজ। এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

ব্যাটিং তালিকায় ইংল্যান্ডের জো রুট এবং বোলিং তালিকায় ভারতের জসপ্রিত বুমরাহ শীর্ষে আছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আরএমপির তিন থানায় নতুন ওসি 
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত 
লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
১০