সেঞ্চুরিতে প্রথম দিনের নায়ক গিল

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৭:১১

ঢাকা, ৩ জুলাই ২০২৫ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই  গতকাল সেঞ্চুরি করেছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। তার সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩১০ রান করেছে টিম ইন্ডিয়া। ১১৪ রানে অপরাজিত থাকেন গিল।

বার্মিংহামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৫ রানে লোকেশ রাহুলকে হারায় ভারত। ২ রান করে ফিরেন রাহুল। দ্বিতীয় উইকেটে ৯০ বলে ৮০ রানের জুটি গড়ে থামেন তিন নম্বরে নামা করুণ নায়ার(৩১)।

তৃতীয় উইকেটে গিলের সাথে ৬৬ রানের জুটিতে সেঞ্চুরির সম্ভাবনা জাগানো   যশ্বসী জয়সওয়াল ৮৭ রানে আউট হন ।

এরপর উইকেটরক্ষক ঋসভ পান্ত ২৫ ও নিতিশ কুমার রেড্ডি ১ রানে ফিরলে চাপে পড়ে ভারত। ২১১ রানে ৫ উইকেট হারায় ভারত। ষষ্ঠ উইকেটে ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন গিল ও রবীন্দ্র জাদেজা। এই জুটিতে টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন গিল।

ভারতীয় অধিনায়ক হিসেবে প্রথম দুই টেস্টে সেঞ্চুরি করা চতুর্থ ব্যাটার গিল। এর আগে বিজয় হাজারে, সুনিল গাভাস্কার ও ভিরাট কোহলি অধিনায়ক হিসেবে প্রথম দুই টেস্টে সেঞ্চুরি করেছিলেন।

১২টি চারে ২১৬ বলে ১১৪ রানে অপরাজিত আছেন গিল। জাদেজা অপরাজিত আছেন ৪১ রানে।
ইংল্যান্ডের ক্রিস ওকস ২ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিভাসুতে ‘হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫’ শুরু
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত
ক্ষমতার পালাবদল নয়, অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
১০