গিলের রেকর্ড ডাবল-সেঞ্চুরির পর চাপে ইংল্যান্ড

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৬:১৩
শুভমান গিল -ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ জুলাই ২০২৫ (বাসস) : অধিনায়ক শুভমান গিলের রেকর্ড ডাবল-সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৫৮৭ রান করেছে ভারত। জবাবে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৭৭ রান তুলেছে ইংল্যান্ড। ৭ উইকেট হাতে নিয়ে ৫১০ রানে পিছিয়ে ইংলিশরা।

বার্মিংহামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩১০ রান করেছিল ভারত। ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি তুলে গিল ১১৪ ও রবীন্দ্র জাদেজা ৪১ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন জাদেজা ৮৯ রানে থামলেও ৩৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি করেন গিল। শেষ পর্যন্ত ৩০টি চার ও ৩টি ছক্কায় ৩৮৭ বলে ২৬৯ রানে আউট হন গিল। টেস্টে ভারতীয় কোন অধিনায়কের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এশিয়ার বাইরে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানেরও ইনিংস খেলেছেন গিল।

সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করেছেন গিল। টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় সপ্তম স্থানে আছেন তিনি।

সফরকারী তৃতীয় ব্যাটার হিসেবে বার্মিংহামে ডাবল-সেঞ্চুরি করেছেন গিল। ইংল্যান্ডের মাটিতে সফরকারী ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান তালিকায়  অষ্টম স্থানে আছেন তিনি।

ভারতের শচীন টেন্ডুলকার, বিরেন্দার শেবাগ, রোহিত শর্মা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের পর টেস্টে ও ওয়ানডে ফরম্যাটে ডাবল-সেঞ্চুরির নজির গড়লেন গিল।

ভারতের ইনিংস শেষে খেলতে নেমে ২৫ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। জ্যাক ক্রলি ১৯, বেন ডাকেট-ওলি পোপ শূন্যতে ফিরেন। জো রুট ১৮ ও হ্যারি ব্রুক ৩০ রানে অপরাজিত আছেন।

ভারতের আকাশ দীপ ২টি ও মোহাম্মদ সিরাজ ১ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐতিহ্যবাহী খেলাধুলা প্রচারে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে এমওইউ সই
চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ যাত্রী নিহত
প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে : সমাজকল্যাণ উপদেষ্টা
১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে উত্তরায় জামায়াতের মিছিল
বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর
ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ আমাকে জনতার মঞ্চে নিয়ে এসেছেন: এটিএম আজহারুল ইসলাম
গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের আলোচনার ইঙ্গিত
অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য চিরতরে বিদায় করতে চাই : নাহিদ ইসলাম
রোমে জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে আহত ৪৫
নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা 
১০