জোতার স্মরণে ২০ নম্বর জার্সি ‘অমর’ করে রাখবে লিভারপুল

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৮:৪৩
দিয়োগো জোতা -ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ জুলাই ২০২৫ (বাসস) : সড়ক দুর্ঘটনায় নিহত দলের তারকা ফুটবলার দিয়োগো জোতার ব্যবহৃত ২০ নম্বর জার্সিটি ‘অমর’ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে  ইংলিশ ক্লাব লিভারপুল। গতকাল স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান লিভারপুলের ফুটবলার পর্তুগালের জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা। 

জোতার স্মরণে তার ২০ নম্বর জার্সিকে অবসরে রাখার  সিদ্ধান্ত নিয়েছে  লিভারপুল। 

লিভারপুলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের শিরোপা জয়ে জোতার অবদান অনস্বীকার্য। তার অসাধারণ দক্ষতা এবং স্ট্রাইকগুলি চিরকাল মনে রাখবে ক্লাব। এপ্রিলে মার্সিসাইড ডার্বিতে জোতার করা একমাত্র গোলে জিতেছিল লিভারপুল। সেটিই ক্লাবের হয়ে জোতার শেষ গোল ছিল। ঐ সম্মানেই তার ২০ নম্বর জার্সি চিরতরে অমর হয়ে থাকবে।’

ক্লাব ইতিহাসে এই প্রথমবার কোন ফুটবলারের স্মরণে জার্সি নম্বর অবসরে রাখার ঘোষণা দিল লিভারপুল। কিন্তু কবে থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া কার্যকর হবে তা জানায়নি লিভারপুল।

এদিকে, জন্ম শহর পর্তুগালের গোন্দোমারের প্রধান গির্জা ‘ইগ্রেজা মাতৃজ দে গোন্দোমার’-এ আগামীকাল শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় জোতা ও সিলভার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

গত মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জয়ে অবদান রাখেন জোতা। ক্লাবের জার্সিতে ১২৩ ম্যাচে ৪৭ গোল করেছেন তিনি।

২০১৯ সালে অভিষেকের পর পর্তুগাল  জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচ খেলেছেন জোতা। গোল করেছেন ১৪টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐতিহ্যবাহী খেলাধুলা প্রচারে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে এমওইউ সই
চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ যাত্রী নিহত
প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে : সমাজকল্যাণ উপদেষ্টা
১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে উত্তরায় জামায়াতের মিছিল
বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর
ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ আমাকে জনতার মঞ্চে নিয়ে এসেছেন: এটিএম আজহারুল ইসলাম
গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের আলোচনার ইঙ্গিত
অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য চিরতরে বিদায় করতে চাই : নাহিদ ইসলাম
রোমে জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে আহত ৪৫
নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা 
১০