জোতার স্মরণে ২০ নম্বর জার্সি ‘অমর’ করে রাখবে লিভারপুল

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৮:৪৩
দিয়োগো জোতা -ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ জুলাই ২০২৫ (বাসস) : সড়ক দুর্ঘটনায় নিহত দলের তারকা ফুটবলার দিয়োগো জোতার ব্যবহৃত ২০ নম্বর জার্সিটি ‘অমর’ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে  ইংলিশ ক্লাব লিভারপুল। গতকাল স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান লিভারপুলের ফুটবলার পর্তুগালের জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা। 

জোতার স্মরণে তার ২০ নম্বর জার্সিকে অবসরে রাখার  সিদ্ধান্ত নিয়েছে  লিভারপুল। 

লিভারপুলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের শিরোপা জয়ে জোতার অবদান অনস্বীকার্য। তার অসাধারণ দক্ষতা এবং স্ট্রাইকগুলি চিরকাল মনে রাখবে ক্লাব। এপ্রিলে মার্সিসাইড ডার্বিতে জোতার করা একমাত্র গোলে জিতেছিল লিভারপুল। সেটিই ক্লাবের হয়ে জোতার শেষ গোল ছিল। ঐ সম্মানেই তার ২০ নম্বর জার্সি চিরতরে অমর হয়ে থাকবে।’

ক্লাব ইতিহাসে এই প্রথমবার কোন ফুটবলারের স্মরণে জার্সি নম্বর অবসরে রাখার ঘোষণা দিল লিভারপুল। কিন্তু কবে থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া কার্যকর হবে তা জানায়নি লিভারপুল।

এদিকে, জন্ম শহর পর্তুগালের গোন্দোমারের প্রধান গির্জা ‘ইগ্রেজা মাতৃজ দে গোন্দোমার’-এ আগামীকাল শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় জোতা ও সিলভার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

গত মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জয়ে অবদান রাখেন জোতা। ক্লাবের জার্সিতে ১২৩ ম্যাচে ৪৭ গোল করেছেন তিনি।

২০১৯ সালে অভিষেকের পর পর্তুগাল  জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচ খেলেছেন জোতা। গোল করেছেন ১৪টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শরীয়তপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : শিগগিরই কনসালটেশন প্রক্রিয়া শুরু
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
জিম্মি মুক্তির পর গাজার সুড়ঙ্গ ধ্বংসের প্রতিশ্রুতি ইসরাইলের
পিআর পদ্ধতির আন্দোলনের লক্ষ্যই হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা : মির্জা ফখরুল
সাতক্ষীরায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
সুন্দরবনে বিদেশি পর্যটক বাড়াতে মাস্টারপ্ল্যান প্রণয়ন
গুজব, অপতথ্য ও ডিপফেক রুখে দিতে তথ্য কর্মকর্তাদের কাজ করতে হবে : তথ্য সচিব
মাগুরায় টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন
১০