ঢাকা, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেটে সেট হয়ে গেলে ব্যাটারদের লম্বা ইনিংস খেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান তামিম। এ ধরনের উইকেটে নতুন ব্যাটারদের সেট হওয়া কঠিন বলে মনে করেন তিনি।
কাল শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে আজ সংবাদ সম্মেলনে তানজিদ বলেন, ‘যারা এই উইকেটে সেট হবে, তাদের বড় ইনিংস খেলতে হবে। কারণ এই ধরনের উইকেট নতুন ব্যাটারদের সেট হওয়ার জন্য আদর্শ নয়।’
প্রথম ম্যাচে ব্যাটিং ধসে ২৬ বলে ৫ রানে ৭ উইকেট হারিয়ে ৭৭ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। হারা ম্যাচে ১শ স্ট্রাইক রেটে দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন তানজিদ। তার ব্যাটিং থেকে প্রমাণিত যে,এমন উইকেটে সেট হয়ে গেলে খেলা কতটা সহজ।
তানজিদের পাশাপাশি উইকেটে সেট হয়ে স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন নাজমুল হোসেন শান্তও। তার রান আউটেই বাংলাদেশের ব্যাটিং ধসের শুরু হয়।
তানজিদ বলেন, আক্রমণর আগে ব্যাটিংয়ে আগে নতুন ব্যাটারদের উইকেটে সেট হতে সময় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আশা করেন, ব্যাটার পরিকল্পনা বাস্তবায়ন করবে।
তানজিদ জানান, প্রথম ম্যাচের উইকেট পতন দলের সবাইকে অবাক করে দিয়েছ। তিনি বলেন, ‘আমরা (তানজিদ ও শান্ত) যদি আরও কিছুক্ষণ, কমপক্ষে ৫-১০ ওভার থাকতে পারতাম, তাহলে ম্যাচটি ভালোভাবে শেষ হতো। পরবর্তী ব্যাটারদের জন্য পরিস্থিতি সহজ হতো।’
শ্রীলংকার হয়ে ১০৬ রানের নান্দনিক ইনিংস খেলেছেন দলটির অধিনায়ক চারিথ আসালঙ্কা। ক্রিজে সেট হওয়ার পর কোনো ভুল করেননি তিনি। দলকে ২৪৪ রানের লড়াকু পুঁজি এনে দেন আসালঙ্কা।
তানজিদের বিশ্বাস দ্বিতীয় ওয়ানডে জিতে বাংলাদেশ সিরিজে সমতা আনতে সক্ষম হবে । যদিও প্রথম ম্যাচের ভয়াবহ স্মৃতি তাড়া করবে তাদের।
তানজিদ বলেন, ‘আমাদের এখনও সিরিজে ফেরার সুযোগ আছে। পরের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিততে পারলে সিরিজে আমরা ভালো অবস্থায় থাকব।’