দ্বিতীয় ওয়ানডের আগে অনুশীলনে ফিরেছেন রিশাদ

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ২০:০৪
রিশাদ হোসেন -ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলের অনুশীলনে ফিরেছেন লেগ-স্পিনার রিশাদ হোসেন। আগামীকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ ৭৭ রানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে টাইগাররা। 

জ্বরের কারণে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি রিশাদ। ২০২৪ সালের মার্চ মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ২-১ ব্যবধানে টাইগারদের সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন রিশাদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আজ পাঠানো এক অনুশীলন ভিডিওতে রিশাদকে দলের সাথে অনুশীলন করতে দেখা গেছে। স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও দ্রুত রান তোলার খ্যাতি আছে রিশাদের।

দ্বিতীয় ম্যাচে একাদশে রিশাদের সুযোগের সম্ভাবনা আছে। কারণ প্রথম ম্যাচ ৭৭ রানে হেরে যাওয়ায় একাদশে পরিবর্তন আনতে পারে টাইগাররা। 

এদিকে, আজকের অনুশীলন সেশনে দেখা যায়নি লিটন দাসকে। ব্যাট হাতে খারাপ সময় পার করছেন তিনি। শেষ আট ওয়ানডে ম্যাচে মাত্র ১৩ রান করেছেন লিটন। যার মধ্যে চারটিতে রানের খাতা খুলতে পারেননি তিনি। এমনকি আট ম্যাচের একটিতেও দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। 

শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি লিটন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আরএমপির তিন থানায় নতুন ওসি 
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত 
লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
১০