দ্বিতীয় ওয়ানডের আগে অনুশীলনে ফিরেছেন রিশাদ

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ২০:০৪
রিশাদ হোসেন -ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলের অনুশীলনে ফিরেছেন লেগ-স্পিনার রিশাদ হোসেন। আগামীকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ ৭৭ রানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে টাইগাররা। 

জ্বরের কারণে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি রিশাদ। ২০২৪ সালের মার্চ মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ২-১ ব্যবধানে টাইগারদের সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন রিশাদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আজ পাঠানো এক অনুশীলন ভিডিওতে রিশাদকে দলের সাথে অনুশীলন করতে দেখা গেছে। স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও দ্রুত রান তোলার খ্যাতি আছে রিশাদের।

দ্বিতীয় ম্যাচে একাদশে রিশাদের সুযোগের সম্ভাবনা আছে। কারণ প্রথম ম্যাচ ৭৭ রানে হেরে যাওয়ায় একাদশে পরিবর্তন আনতে পারে টাইগাররা। 

এদিকে, আজকের অনুশীলন সেশনে দেখা যায়নি লিটন দাসকে। ব্যাট হাতে খারাপ সময় পার করছেন তিনি। শেষ আট ওয়ানডে ম্যাচে মাত্র ১৩ রান করেছেন লিটন। যার মধ্যে চারটিতে রানের খাতা খুলতে পারেননি তিনি। এমনকি আট ম্যাচের একটিতেও দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। 

শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি লিটন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐতিহ্যবাহী খেলাধুলা প্রচারে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে এমওইউ সই
চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ যাত্রী নিহত
প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে : সমাজকল্যাণ উপদেষ্টা
১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে উত্তরায় জামায়াতের মিছিল
বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর
ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ আমাকে জনতার মঞ্চে নিয়ে এসেছেন: এটিএম আজহারুল ইসলাম
গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের আলোচনার ইঙ্গিত
অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য চিরতরে বিদায় করতে চাই : নাহিদ ইসলাম
রোমে জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে আহত ৪৫
নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা 
১০