পাকিস্তানের লজ্জার রেকর্ড

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২২:৩১

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে কম রানে ৫ উইকেট হারানোর লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান ক্রিকেট দল। 

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৪.৪ ওভারে ১৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। নিজেদের টি-টোয়েন্টিতে এত কম রানে ৫ উইকেট কখনওই হারায়নি পাকিস্তান। 

এর আগে গত বছর ব্রিজবেনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ ওভারের ম্যাচে ১৬ রানে ৫ উইকেট হারিয়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত ৭ ওভারে ৯ উইকেটে ৬৪ রান করে ২৯ রানে হারে তারা। 

আজ পাকিস্তানকে লজ্জার রেকর্ড দেওয়ার সাথে সাথে টি-টোয়েন্টিতে নয়া কীর্তি গড়ে বাংলাদেশ। এই প্রথম সবচেয়ে কম রানে প্রতিপক্ষের ৫ উইকেট শিকার করল টাইগাররা। 

এক্ষেত্রে বাংলাদেশের আগের রেকর্ড ছিল পাপুয়া নিউ গিনির বিপক্ষে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের মাটিতে ২৪ রানে পাপুয়া নিউ গিনির প্রথম ৫ উইকেট শিকার করেছিল বাংলাদেশ। 

শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ৯৭ রানে অলআউট হয় পাপুয়া নিউ গিনি। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮১ রান করে ৮৪ রানে জয় পেয়েছিল বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বেথেলের রেকর্ড
ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে কানাডা গেল বাংলাদেশ দল
শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা 
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বব সিম্পসনের মৃত্যু
মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সকল ধর্মের মানুষ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বাংলাদেশে বসবাস করছেন : তারেক রহমান
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু
ফেনীতে জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও সভা
১০