ইউরোপা লিগ থেকে অবনমনের বিপক্ষে আপিল করেছে প্যালেস

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৬:১০

ঢাকা, ২৩ জুলাই ২০২৫ (বাসস) : ইউরোপা লিগ থেকে উয়েফা কনফারেন্স লিগে অবনমনের বিপক্ষে সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশনের (সিএএসে) আপিল করেছে ক্রিস্টাল প্যালেস। 

গত মৌসুমে এফএ কাপের শিরোপা জয় করেছিল লন্ডনের ক্লাবটি। কিন্তু মাল্টি-ক্লাব ওনারশিপ নিয়ে উয়েফার আইন ভঙ্গ করায় তাদেরকে শাস্তির মুখে পড়তে হয়। 

ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা নিশ্চিত হয় যে ১ মার্চ পর্যন্ত মার্কিন ব্যবসায়ী জন টেক্সটর প্যালেস ও ফরাশি ক্লাব লিঁওর নিয়ন্ত্রন নিজের কাছে রেখেছেন। আর এতে ক্লাবের কার্যক্রম প্রভাবিত হচ্ছে। 

এর অর্থ হচ্ছে উয়েফার আইনানুযায়ী এই দুটি ক্লাব একই ইউরোপীয়ান প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীতা করতে পারবে না। নিজেদের লিগে অপেক্ষাকৃত শীর্ষ অবস্থান ধরে রাখায় লিঁও এক্ষেত্রে ইউরোপা লিগে খেলার সুযোগ পাবে। আর প্যালেস নীচে নেমে যাবে। 

শেষ পর্যন্ত প্যালেসের শাস্তি বহাল থাকলে প্রিমিয়ার লিগে সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ করা নটিংহ্যাম ফরেস্টকে দ্বিতীয় টায়ারের ইউরোপীয়ান প্রতিযোগিতা ইউরোপা লিগে দেখার সম্ভাবনাই বেশী। 

সর্বোচ্চ ক্রীড়া আদালত সিএএস এক বিবৃতিতে প্যালেসের কাছ থেকে আপিল পাবার বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১১ আগস্টের মধ্যে তারা এ ব্যপারে সিদ্ধান্ত জানাবে। 

এদিকে টেক্সটর ইতোমধ্যেই প্যালেসের শেয়ার নিউ ইয়র্ক জেটসের মালিক উডি জনসনের কাছে বিক্রির বিষয়ে একমত হয়েছে। কিন্তু বিষয়টি উয়েফাকে সন্তুষ্ট করতে কিছুটা দেরী হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০