ইউরোপা লিগ থেকে অবনমনের বিপক্ষে আপিল করেছে প্যালেস

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৬:১০

ঢাকা, ২৩ জুলাই ২০২৫ (বাসস) : ইউরোপা লিগ থেকে উয়েফা কনফারেন্স লিগে অবনমনের বিপক্ষে সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশনের (সিএএসে) আপিল করেছে ক্রিস্টাল প্যালেস। 

গত মৌসুমে এফএ কাপের শিরোপা জয় করেছিল লন্ডনের ক্লাবটি। কিন্তু মাল্টি-ক্লাব ওনারশিপ নিয়ে উয়েফার আইন ভঙ্গ করায় তাদেরকে শাস্তির মুখে পড়তে হয়। 

ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা নিশ্চিত হয় যে ১ মার্চ পর্যন্ত মার্কিন ব্যবসায়ী জন টেক্সটর প্যালেস ও ফরাশি ক্লাব লিঁওর নিয়ন্ত্রন নিজের কাছে রেখেছেন। আর এতে ক্লাবের কার্যক্রম প্রভাবিত হচ্ছে। 

এর অর্থ হচ্ছে উয়েফার আইনানুযায়ী এই দুটি ক্লাব একই ইউরোপীয়ান প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীতা করতে পারবে না। নিজেদের লিগে অপেক্ষাকৃত শীর্ষ অবস্থান ধরে রাখায় লিঁও এক্ষেত্রে ইউরোপা লিগে খেলার সুযোগ পাবে। আর প্যালেস নীচে নেমে যাবে। 

শেষ পর্যন্ত প্যালেসের শাস্তি বহাল থাকলে প্রিমিয়ার লিগে সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ করা নটিংহ্যাম ফরেস্টকে দ্বিতীয় টায়ারের ইউরোপীয়ান প্রতিযোগিতা ইউরোপা লিগে দেখার সম্ভাবনাই বেশী। 

সর্বোচ্চ ক্রীড়া আদালত সিএএস এক বিবৃতিতে প্যালেসের কাছ থেকে আপিল পাবার বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১১ আগস্টের মধ্যে তারা এ ব্যপারে সিদ্ধান্ত জানাবে। 

এদিকে টেক্সটর ইতোমধ্যেই প্যালেসের শেয়ার নিউ ইয়র্ক জেটসের মালিক উডি জনসনের কাছে বিক্রির বিষয়ে একমত হয়েছে। কিন্তু বিষয়টি উয়েফাকে সন্তুষ্ট করতে কিছুটা দেরী হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সচিবালয়ে ভাঙচুর-হত্যাচেষ্টা মামলার প্রতিবেদন ২৮ আগস্ট
ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি
ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেফতার
গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষা উপদেষ্টা 
সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার 
উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন ইফার গর্ভনরেরা
গুলিস্তানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী ককটেলসহ গ্রেফতার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৭৫৪ জন
বাণিজ্য উপদেষ্টার সাথে এফএও’র সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিভাগের পরিচালকের সাক্ষাৎ 
১০