ঢাকা, ২৩ জুলাই ২০২৫ (বাসস) : আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সি পড়ে মাঠে নামবেন ফরাশি তারকা কিলিয়ান এমবাপ্পে। ক্লাবের হয়ে আগের মৌসুমে অভিষেক হওয়া এমবাপ্পে প্রথম বছর পড়েছিলেন ৯ নম্বর জার্সি। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
অভিজ্ঞ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মড্রিচ রিয়াল ছেড়ে এসি মিলানে যোগ দেয়ায় ১০ নম্বর জার্সিটি ফাঁকা হয়ে যায়। সান্তিয়াগোর বার্নাব্যুর সাথে ১৩ বছরের সম্পর্ক শেষ করে মৌসুমের পরে মড্রিচ ইতালিয়ান ক্লাবে যোগ দিয়েছেন।
ফ্রান্স জাতীয় দলের ১০ নম্বর জার্সিটি এমবাপ্পে ব্যবহার করেন। সূত্রটি জানিয়েছে রিয়ালে এই নম্বরের জার্সিটি যখন ফাঁকা হবে তখনই সেটা পড়ার লক্ষ্যস্থির করেছিলেন এমবাপ্পে। তবে মড্রিচ যদি আরো এক বছর তার চুক্তির মেয়াদ বৃদ্ধি করতেন তবে এমবাপ্পে আগামী মৌসুমেও ৯ নম্বর পড়েই মাঠেই নামতেন।
গত গ্রীষ্মে পিএসজি থেকে বহুল আকাঙ্খিত রিয়ালে যোগ দেবার পর পুরো মৌসুম জুড়েই এমবাপ্পে ব্যক্তিগত দক্ষতা দিয়ে রিয়ালকে এগিয়ে নিয়ে গেছেন।
২৬ বছর বয়সী এমবাপ্পে লা লিগায় সর্বোচ্চ ৩১ গোল করেছেন। এছাড়া সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে অভিষেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ৩৩ গোলের রেকর্ডকেও ছাড়িয়ে গেছেন এই ফরাশি স্ট্রাইকার।
এর মধ্যে চারটি গোল এসেছে ফাইনালে, আটালান্টার বিপক্ষে উয়েফা সুপার কাপে ২-০ গোলের জয় ও পাচুয়ার বিপক্ষে ফিফা ইন্টাকন্টিনেন্টাল কাপে ৩-০ গোলের জয়ে দুটি গোল করেছেন এমবাপ্পে। এছাড়া কোপা ডেল রে ও স্প্যানিশ সুপারকোপায় বার্সেলোনার বিপক্ষে ফাইনালে হারের ম্যাচ দুটিতেও এমবাপ্পে গোল পেয়েছেন।
যদিও বড় কোন শিরোপা ছাড়া রিয়ালের মৌসুম শেষ করার কারনে এমবাপ্পেকে এখনো সমালোচনার মুখে পড়তে হচ্ছে। লা লিগায় বার্সেলোনার পরে থেকে দ্বিতীয় স্থান পায় রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরে বিদায় নিতে হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে এমবাপ্পে নিজেকে প্রমানের চেষ্টা করেছেন। কিন্তু গ্যাস্ট্রিকের গুরুতর সমস্যার কারনে গ্রুপ পর্বে তাকে হাসপাতালে কাটাতে হয়েছে।
যদিও তিনি পরবর্তীতে সুস্থ হয়ে নক আউট পর্বে ফিরে আসেন। কিন্তু সেমিফাইনালে এমবাপ্পের সাবেক ক্লাব পিএসজির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে রিয়ালকে বিদায় নিতে হয়।