ঢাকা, ২৩ জুলাই ২০২৫ (বাসস) : বাাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সার্বিক ব্যবস্থাপনায় আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে বি আর এফ ইউ লেভেল-১ রাগবি রেফারীজ প্রশিক্ষণ কোর্স। কোর্সটি চলবে তিনদিন। উক্ত প্রশিক্ষন কোর্সে ৪০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করছে। দেশে ভাল মানের রেফারী তৈরীর জন্য এই কোর্সটি আয়োজন করছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন।
কোর্সটির প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বাাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর ওয়ার্ল্ড রাগবি লেভেল-২ আন্তর্জাতিক রেফারি এস এম এ শামীম (ট্রেনিং ও এডুকেশন ম্যানেজার) এবং ওয়ার্ল্ড রাগবি লেভেল-২ আন্তর্জাতিক রেফারি ও ওয়ার্ল্ড রাগবি এডুকেটর নাজমুস সাকিব।
কোর্সটির কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন ফেডারেশনের কার্যনির্বাহি সদস্য মোঃ আব্দুল আলিম।