ঢাকা, ২৩ জুলাই ২০২৫ (বাসস) : মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের পরাজয়ের পর দেশটির সাবেক গতি তারকা শোয়েব আখতার তার সমালোচনা চেপে রাখেননি। ব্যঙ্গাত্মকভাবে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন, জাতীয় দলের এখন সম্পূর্ণ পুনর্গঠন প্রয়োজন। আর এই প্রক্রিয়াটি পুরোপুরি সম্পন্ন হতে ২০ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে তার বিশ্বাস।
একটি স্থানীয় ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিয়ে শোয়েব আখতার জাতীয় দলের বর্তমান অবস্থার সমালোচনা করেছেন। পরিকল্পনা, দিকনির্দেশনা এবং সামগ্রিক দক্ষতা বিকাশের তীব্র অভাবের দিকে ইঙ্গিত করেছেন।
শোয়েব আখতার বিশেষ করে টিম ম্যানেজমেন্টের একাদশ নির্বাচনের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার দিকে ইঙ্গিত করেছেন। সেই সাথে এমন খেলোয়াড়দের দিকেও নজর দিয়েছেন যাদের আন্তর্জাতিক পর্যায়ে প্রয়োজনীয় দক্ষতার অভাব রয়েছে।
তিনি বলেন, ‘আপনারা আপনার একাদশ সম্পর্কেও জানেন না। এই খেলোয়াড়রা যথেষ্ট দক্ষ নয়। সাইম পারফর্ম করেনি, ফখরও পারফর্ম করেনি। এই ধরণের পিচে তাদের খেলার ধরণ কাজ করে না।’
৪৯ বছর বয়সী সাবেক এই পেসার জোড় দিয়ে বলেন বর্তমান খেলোয়াড়রা সঠিক কৌশল এবং সময়ের পরিবর্তে পাওয়ার হিটিংয়ের উপর অতিরিক্ত নির্ভরতার কারণে চ্যালেঞ্জিং মাঠে নিজেদের মানিয়ে নিতে পারেনা।
শোয়েব বলেন, ‘এগুলি কঠিন উইকেট। এই ছেলেরা পাওয়ার হিটার, তারা এমন খেলোয়াড় নয় যে টাইমিংয়ের উপর নির্ভর করে। এই ধরণের পিচে বল ব্যাটে ভালোভাবে আসে না, গতি একই থাকে না এবং আপনি পিচ থেকে ভালো বাউন্স পাবেন না।’
তিনি এই সুযোগটি কাজে লাগিয়ে চিরন্তন বৈশিষ্ট্যের উপর জোর দিয়ে বলেছেন কিংবদন্তি ক্রিকেটাররা একই রকম পরিস্থিতিতে সফল হয়েছিলেন। কারণ তাদের মানিয়ে নেওয়ার এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ক্ষমতা ছিল।
এসময় শোয়েব বলেন, ‘কঠিন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়াই একজন খেলোয়াড়কেকে মহান করে তোলে। শচীন টেন্ডুলকার, ইনজামাম-উল-হক, ইজাজ আহমেদ এবং জহির আব্বাসের মতো কিংবদন্তিরা সকলেই একই রকম পরিস্থিতিতে রান করেছেন।’