পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮:০৩ আপডেট: : ২৪ জুলাই ২০২৫, ১৮:১৯
ফাইল ছবি

ঢাকা, ২৪ জুলাই ২০২৫ (বাসস) : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ। 

প্রথম দুই ম্যাচ ৭ উইকেটে ও ৮ রানে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। 

দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনার পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। ২০২৩ সালের জুলাইয়ের পর টি-টোয়েন্টি খেলার সুযোগ পেলেন নাসুম। 

পাকিস্তান একাদশে দু’টি পরিবর্তন হয়েছে। ফখর জামান ও খুশদিল শাহর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন সাহিবজাদা ফারহান ও হুসাইন তালাত।

এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫টিতে জয় ও ১৯টিতে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাইম, জাকের আলি, শামীম হোসেন, মাহেদি হাসান, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ : সালমান আলী আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নাওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০