পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮:০৩ আপডেট: : ২৪ জুলাই ২০২৫, ১৮:১৯
ফাইল ছবি

ঢাকা, ২৪ জুলাই ২০২৫ (বাসস) : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ। 

প্রথম দুই ম্যাচ ৭ উইকেটে ও ৮ রানে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। 

দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনার পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। ২০২৩ সালের জুলাইয়ের পর টি-টোয়েন্টি খেলার সুযোগ পেলেন নাসুম। 

পাকিস্তান একাদশে দু’টি পরিবর্তন হয়েছে। ফখর জামান ও খুশদিল শাহর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন সাহিবজাদা ফারহান ও হুসাইন তালাত।

এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫টিতে জয় ও ১৯টিতে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাইম, জাকের আলি, শামীম হোসেন, মাহেদি হাসান, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ : সালমান আলী আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নাওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বেথেলের রেকর্ড
ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে কানাডা গেল বাংলাদেশ দল
শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা 
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বব সিম্পসনের মৃত্যু
মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সকল ধর্মের মানুষ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বাংলাদেশে বসবাস করছেন : তারেক রহমান
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু
ফেনীতে জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও সভা
১০