চুক্তি লঙ্ঘনের কারণে জাপান সফর বাতিল করলো বার্সেলোনা

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ২১:০০ আপডেট: : ২৪ জুলাই ২০২৫, ২১:১৩

ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : ‘গুরুতর চুক্তি লঙ্ঘনের’ কারণে প্রাক-মৌসুম এশিয়ান সফরে জাপানের ভিসেল কোবের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করেছে বার্সেলোনা। একই অভিযোগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটিও বাতিল হতে পারে বলে সতর্ক করেছে কাতালান জায়ান্টরা।

আগামী রোববার জে-লিগের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে বার্সেলোনার ম্যাচ খেলার কথা ছিল। এরপর ৩১ জুলাই দক্ষিণ কোরিয়া সফরে এফসি সিউল ও ৪ আগস্ট দায়েগু এফসির বিপক্ষে আরো দুটি ম্যাচ খেলার কথা রয়েছে বার্সার। 

এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, ‘বার্সেলোনা ঘোষনা দিচ্ছে আগামী রোববার জাপানের বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল তা প্রমোটরের পক্ষ থেকে গুরুতর চুক্তি লঙ্ঘনের কারনে বাতিল করা হলো। 

বার্সেলোনা এই ঘটনার জন্য এবং জাপানের অসংখ্য বার্সা ভক্তের উপর এর প্রভাবের জন্য অনুতপ্ত।’

ক্যারিয়ারের শেষ প্রান্তে বার্সেলোনার স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা ভিসেল কোবে খেলেছেন। এক বিবৃতিতে ভিসেল কোব জানিয়েছে বিষয়টি নিয়ে তারা তদন্ত করছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা অনেক ভক্ত এবং অংশীদারদের মধ্যে এর ফলে কোনও উদ্বেগের সৃষ্টি হতে পারে। তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

এদিকে সফরের প্রমোটর সিউল ভিত্তিক প্রতিষ্ঠান ডি-ড্রাইভ বলেছে দক্ষিণ কোরিয়ার ম্যাচের উপর এর কোন প্রভাব পড়বে না বলে তারা আত্মবিশ্বাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বেথেলের রেকর্ড
ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে কানাডা গেল বাংলাদেশ দল
শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা 
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বব সিম্পসনের মৃত্যু
মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সকল ধর্মের মানুষ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বাংলাদেশে বসবাস করছেন : তারেক রহমান
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু
ফেনীতে জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও সভা
১০