চুক্তি লঙ্ঘনের কারণে জাপান সফর বাতিল করলো বার্সেলোনা

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ২১:০০ আপডেট: : ২৪ জুলাই ২০২৫, ২১:১৩

ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : ‘গুরুতর চুক্তি লঙ্ঘনের’ কারণে প্রাক-মৌসুম এশিয়ান সফরে জাপানের ভিসেল কোবের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করেছে বার্সেলোনা। একই অভিযোগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটিও বাতিল হতে পারে বলে সতর্ক করেছে কাতালান জায়ান্টরা।

আগামী রোববার জে-লিগের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে বার্সেলোনার ম্যাচ খেলার কথা ছিল। এরপর ৩১ জুলাই দক্ষিণ কোরিয়া সফরে এফসি সিউল ও ৪ আগস্ট দায়েগু এফসির বিপক্ষে আরো দুটি ম্যাচ খেলার কথা রয়েছে বার্সার। 

এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, ‘বার্সেলোনা ঘোষনা দিচ্ছে আগামী রোববার জাপানের বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল তা প্রমোটরের পক্ষ থেকে গুরুতর চুক্তি লঙ্ঘনের কারনে বাতিল করা হলো। 

বার্সেলোনা এই ঘটনার জন্য এবং জাপানের অসংখ্য বার্সা ভক্তের উপর এর প্রভাবের জন্য অনুতপ্ত।’

ক্যারিয়ারের শেষ প্রান্তে বার্সেলোনার স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা ভিসেল কোবে খেলেছেন। এক বিবৃতিতে ভিসেল কোব জানিয়েছে বিষয়টি নিয়ে তারা তদন্ত করছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা অনেক ভক্ত এবং অংশীদারদের মধ্যে এর ফলে কোনও উদ্বেগের সৃষ্টি হতে পারে। তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

এদিকে সফরের প্রমোটর সিউল ভিত্তিক প্রতিষ্ঠান ডি-ড্রাইভ বলেছে দক্ষিণ কোরিয়ার ম্যাচের উপর এর কোন প্রভাব পড়বে না বলে তারা আত্মবিশ্বাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০