তৃতীয় টি-টোয়েন্টিতে হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন লিটন

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৫:৫৯
ছবি : -সংগৃহীত

ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : ব্যাটারদের বাজে ব্যাটিং পারফরমেন্সের কারণে পাকিস্তানের কাছে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে বলে মনে করেন টাইগার অধিনায়ক লিটন দাস। 

গতরাতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭৪ রানে হারে বাংলাদেশ।

প্রথম ম্যাচ ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচ ৮ রানে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে আগেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ।

শেষ ম্যাচ জিতে প্রথমবারের মত পাকিস্তানকে হোয়াইটওয়াশের স্বপ্ন ছিল টাইগারদের। কিন্তু শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয় বাংলাদেশকে। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে লিটন দাসের দল।

সিরিজের তৃতীয় ম্যাচ শেষে লিটন বলেন, ‘উইকেট ব্যাট করার জন্য ভালো ছিল। কিন্তু এ ম্যাচে আমরা ভাল ব্যাট করতে পারিনি।’

তৃতীয় ম্যাচে ব্যাটাররা খারাপ করলেও সিরিজে বাংলাদেশ ভাল ক্রিকেট খেলেছে বলে জানান লিটন, ‘এই সিরিজে ছেলেরা সত্যিই ভাল ক্রিকেট খেলেছে। এ কারণেই আমরা সিরিজ জিতেছি।’

সিরিজের শেষ ম্যাচে পাঁচটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। এশিয়া কাপের কথা মাথায় রেখে দলের সবাইকে এই সিরিজে অন্তত একটি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার জন্যই শেষ ম্যাচে পরিবর্তন আনে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

এশিয়া কাপের জন্য সেরা দল বাছাই করতে খেলোয়াড়দের পরখ করার চেষ্টা করেছিল বাংলাদেশ। লিটন বলেন, ‘আমরা সঠিক পথেই এগোচ্ছি। আমরা নতুন খেলোয়াড়দের কয়েকটি সুযোগ দিয়েছি। আমার মনে হয় এটি ইতিবাচক (সিরিজ) জয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বেথেলের রেকর্ড
ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে কানাডা গেল বাংলাদেশ দল
শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা 
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বব সিম্পসনের মৃত্যু
মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সকল ধর্মের মানুষ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বাংলাদেশে বসবাস করছেন : তারেক রহমান
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু
ফেনীতে জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও সভা
১০