ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কাল মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৮:২৫

ঢাকা, ২৫ জুলাই ২০২৫ (বাসস) : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। শিরোপা জিততে মরিয়া দু’দলই। স্বাগতিক জিম্বাবুয়ের হারারেতে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ফাইনাল।

জিম্বাবুয়ের মাটিতে ডাবল লিগের ত্রিদেশীয় সিরিজে ৪টি করে ম্যাচ খেলে তিন দল। ৪ ম্যাচের সবগুলোতেই জয় পায় নিউজিল্যান্ড। দু’বার করে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে হারিয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে অপরাজিত দল হিসেবে ফাইনালে ওঠে কিউইরা।

৪ ম্যাচের মধ্যে সমান ২টিতে করে জয় ও হারের স্বাদ পায় দক্ষিণ আফ্রিকা। ৪ পয়েন্ট নিয়ে লিগ পর্বে রানার্স-আপ হয় প্রোটিয়ারা। জিম্বাবুয়ের বিপক্ষে দু’বার জিতলেও, নিউজিল্যান্ডের কাছে দু’বার হারে দক্ষিণ আফ্রিকা।
ঘরের মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। ৪ ম্যাচের সবগুলোতেই হারে স্বাগতিকরা। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে সমান দু’বার করে হারের লজ্জা পায় জিম্বাবুয়ে।

ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি বলেন, ‘লিগ পর্বে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। দু’বার দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছি। ফাইনালেও প্রোটিয়াদের হারানোর ব্যাপারে আমরা আশাবাদী। তবে ফাইনাল আমাদের জন্য চ্যালেঞ্জ হতে যাচ্ছে। লিগ পর্বে দু’বার হারের প্রতিশোধ নিতে মরিয়া থাকবে দক্ষিণ আফ্রিকা। এজন্য আমাদের ফাইনালে মঞ্চে আরও একবার জ্বলে উঠতে হবে সতীর্থদের।’

লিগ পর্বের ম্যাচের সাথে ফাইনালের লড়াইকে মেলাতে চান না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক রাসি ভ্যান ডার ডুসেন। তিনি বলেন, ‘লিগ পর্বে আমরা দুই ম্যাচ হারলেও, ছেলেরা ভাল ক্রিকেট খেলেছে। ফাইনাল ভিন্ন একটি ম্যাচ, ভিন্ন এক আমেজ। ফাইনালের সাথে অন্য কোন ম্যাচের তুলনা হয় না। ফাইনালের জন্য সবকিছুই নতুন করে শুরু করতে হবে। শিরোপা জয়ের জন্যই আমরা মাঠে নামব।’

টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ১৭ ম্যাচে মুখোমুখি হয়ে দক্ষিণ আফ্রিকা ১১টিতে এবং ৬টিতে জিতেছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, এডাম মিলনে, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট এবং ইশ সোধি।

দক্ষিণ আফ্রিকা দল : রাসি ভ্যান ডার ডুসেন (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, রেজা হেনড্রিক্স, রুবিন হারমান, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার, লুয়ান-ড্রি প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০