ফিলিপসের পরিবর্তে নিউজিল্যান্ড টেস্ট দলে ব্রেসওয়েল

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৮:৩৭

ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : গ্লেন ফিলিপসের ইনজুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন মাইকেল ব্রেসওয়েল।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলার সময় কুঁচকির চোটে পড়েন ফিলিপস। দলে থাকলেও জিম্বাবুয়েতে চলতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি। ইনজুরির কারণে আরও কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে এই অলরাউন্ডারকে।   

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড দলে আছেন ব্রেসওয়েলও। ত্রিদেশীয় সিরিজ শেষে দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের হয়ে খেলতে ইংল্যান্ডে যাবার কথা ছিল তার। এ জন্য টেস্ট দলে রাখা হয়নি ব্রেসওয়েলকে। ফিলিপসের ইনজুরিতে প্রায় আড়াই বছর টেস্ট দলে ডাক পেলেন তিনি।

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘গ্লেনের (ফিলিপস) ইনজুরিতে নিউজিল্যান্ড টেস্ট দলে একটি জায়গা ফাঁকা হয়েছে এবং মাইকেল (ব্রেসওয়েল) প্রায় একইরকম বিকল্প। মাইকেলের অভিজ্ঞতা ও দক্ষতা দলের জন্য বড় সম্পদ। তাই এটি আমাদেরকে সুযোগ করে দিচ্ছে একই ভারসাম্য ধরে রাখতে। সে এখানে টি-টোয়েন্টি দলের সাথেই আছে এবং প্রথম টেস্টে যেহেতু তাকে পাওয়া যাবে, সেই সুযোগটি আমরা নিচ্ছি।’
দ্বিতীয় টেস্টেও দলের সাথে ব্রেসওয়েল থাকবে কিনা- এ বিষয়ে ওয়াল্টার বলেন, ‘প্রথম টেস্ট শেষ হওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব দ্বিতীয় টেস্টে তার বদলি কাকে নেওয়া হবে।’

২০২৩ সালের মার্চে শ্রীলংকার বিপক্ষে ওয়েলিংটনে ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট খেলেছেন ব্রেসওয়েল। ২০২২ সালে অভিষেকের পর ৮ টেস্টে ২৫৯ রান ও ২৪ উইকেট শিকার করেছেন তিনি।

বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ জুলাই থেকে প্রথম টেস্ট এবং ৭ আগস্ট থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বেথেলের রেকর্ড
ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে কানাডা গেল বাংলাদেশ দল
শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা 
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বব সিম্পসনের মৃত্যু
মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সকল ধর্মের মানুষ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বাংলাদেশে বসবাস করছেন : তারেক রহমান
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু
ফেনীতে জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও সভা
১০