ফিলিপসের পরিবর্তে নিউজিল্যান্ড টেস্ট দলে ব্রেসওয়েল

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৮:৩৭

ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : গ্লেন ফিলিপসের ইনজুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন মাইকেল ব্রেসওয়েল।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলার সময় কুঁচকির চোটে পড়েন ফিলিপস। দলে থাকলেও জিম্বাবুয়েতে চলতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি। ইনজুরির কারণে আরও কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে এই অলরাউন্ডারকে।   

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড দলে আছেন ব্রেসওয়েলও। ত্রিদেশীয় সিরিজ শেষে দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের হয়ে খেলতে ইংল্যান্ডে যাবার কথা ছিল তার। এ জন্য টেস্ট দলে রাখা হয়নি ব্রেসওয়েলকে। ফিলিপসের ইনজুরিতে প্রায় আড়াই বছর টেস্ট দলে ডাক পেলেন তিনি।

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘গ্লেনের (ফিলিপস) ইনজুরিতে নিউজিল্যান্ড টেস্ট দলে একটি জায়গা ফাঁকা হয়েছে এবং মাইকেল (ব্রেসওয়েল) প্রায় একইরকম বিকল্প। মাইকেলের অভিজ্ঞতা ও দক্ষতা দলের জন্য বড় সম্পদ। তাই এটি আমাদেরকে সুযোগ করে দিচ্ছে একই ভারসাম্য ধরে রাখতে। সে এখানে টি-টোয়েন্টি দলের সাথেই আছে এবং প্রথম টেস্টে যেহেতু তাকে পাওয়া যাবে, সেই সুযোগটি আমরা নিচ্ছি।’
দ্বিতীয় টেস্টেও দলের সাথে ব্রেসওয়েল থাকবে কিনা- এ বিষয়ে ওয়াল্টার বলেন, ‘প্রথম টেস্ট শেষ হওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব দ্বিতীয় টেস্টে তার বদলি কাকে নেওয়া হবে।’

২০২৩ সালের মার্চে শ্রীলংকার বিপক্ষে ওয়েলিংটনে ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট খেলেছেন ব্রেসওয়েল। ২০২২ সালে অভিষেকের পর ৮ টেস্টে ২৫৯ রান ও ২৪ উইকেট শিকার করেছেন তিনি।

বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ জুলাই থেকে প্রথম টেস্ট এবং ৭ আগস্ট থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০