৪১ বছর বয়সে ৪১ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৯:৫২

ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ক্রিকেটে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকালেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। 

গত রাতে টুর্নামেন্টের অষ্টম ম্যাচে লেস্টারে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৪১ বলে সেঞ্চুরি করেন ৪১ বছর বয়সী ডি ভিলিয়ার্স। 

এ ম্যাচ টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে ইংল্যান্ড। জবাবে ৪৬ বল বাকী থাকতে ১০ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। 

ওপেনার হিসেবে নেমে ২১ বলে প্রথম অর্ধশতক ও ২০ বলে পরের হাফ-সেঞ্চুরির তুলে নেন ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের ডি ভিলিয়ার্স। শেষ পর্যন্ত ১৫ চার ও ৭ ছক্কায় ৫১ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। 

অন্যপ্রান্তে ডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডব উপভোগ করা হাশিম আমলা ৪ চারে ২৫ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।

এর আগে ভারত চ্যাম্পিয়ন্সের বিপক্ষেও ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ডি ভিলিয়ার্স। ঐ ম্যাচে ৪টি চার ও ৩টি ছক্কায় ৩০ বলে অপরাজিত ৬১ রান করেছিলেন তিনি। 

এই জয়ে ৩ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০