ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : ৩৮তম সেঞ্চুরিতে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হলেন ইংল্যান্ডের জো রুট।
ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরি তুলে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হন রুট।
এই টেস্টের আগে ১৫৬ ম্যাচে ৩৭ সেঞ্চুরি ও ৬৬ হাফ-সেঞ্চুরিতে ১৩ হাজার ২৫৯ রান নিয়ে লংগার ভার্সনে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি।
ভারতের বিপক্ষে চলমান ম্যাচে ইংল্যান্ডের প্রথম ইনিংসে টেস্ট ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি পূর্ণ করেন রুট। ব্যক্তিগত ১২০ রানে পৌঁছে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি।
এই ইনিংস খেলার পথে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস ও ভারতের রাহুল দ্রাবিড়কে টপকে দ্বিতীয় স্থানে ওঠেন রুট।
টেস্টে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ভারতের শচীন টেন্ডুলকারের। ২০০ টেস্টে ১৫ হাজার ৯২১ রান করেছেন টেন্ডুলকার।
রুট ১৫৭ টেস্টে ১৩ হাজার ৩৭৯ রান (১২০ রানে থাকা অবস্থায়) নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন।
এরপর তৃতীয় থেকে পঞ্চম স্থানে আছে যথাক্রমে- পন্টিং (১৬৮ টেস্টে ১৩ হাজার৩৭৮ রান), ক্যালিস (১৬৬ টেস্টে ১৩ হাজার ২৮৯ রান) এবং দ্রাবিড় (১৬৪ টেস্টে ১৩ হাজার ২৮৮ রান)।